2519

মানবিক আবেদন: পঙ্গু সাত্তারের চিকিৎসায় এগিয়ে আসুন

মাইনুল হক: চট্রগ্রামের বাড় আওলিয়ায় দুর্ঘটনায় পা হরানো পঙ্গু আব্দুস সাত্তারের চিকিৎসায় এগিয়ে আসুন। আব্দুস সাত্তার ছিলেন একজন কাভার্ড ভ্যান চালক।

২০১৭ সালের জানুয়ারি মাসে চট্রগ্রামের বাড় আওলিয়ায় লড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে কাভার্ড ভ্যানের ভিতর তার দুটি পা আটকে যায়। স্থানীয় লোকজন কাভার্ড ভ্যান কেটে তাকে চট্রগ্রাম সরকারি মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করে। ডাক্তাররা একটি পায়ের অবস্থা খারাপ দেখে কেটে ফেলে। আরেকটি ভাঙ্গা পা রেখে দিলেও কোন কাজ করছে না। ডাক্তারা বলেছে ভাঙ্গা পা ঠিক করতে এবং কাটা পা টিতে কৃত্রিম পা লাগালে চলাফেরা করতে পারবে। চিকিৎসা বাবদ খরচ হবে প্রায় পাঁচ লক্ষ টাকা।

ads

মরহুম আব্দুর রহিমের ছেলে আব্দুস সাত্তারের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামে । তার পরিবারের সদস্য সংখ্যা ৯ জন। তিন ভাই, তিন বোন এবং বড় ভাইয়ের স্ত্রী ও এক বাচ্চা সহ মাকে নিয়ে একসাথে ছোট একটি ঘরে বসবাস করেন। আব্দুস সাত্তার অবিবাহিত। বড় ভাই এবং ছোট ভাই গ্রামে কৃষি কাজ করে।

আব্দুস সাত্তার জানান, কাভার্ড চালিয়ে আমিই ভাল উপার্জন করতাম পরিবারের মধ্যে। একটি দুর্ঘটনা কেড়ে নিল সব। বন্ধুরা কিছু টাকা তুলে চৌদ্দগ্রামের কালিকাপুরে ঢাকা-চট্রগ্রাম হাইওয়ে রোডের পাশে একটি চা বিস্কুটের দোকান করে দিয়েছে। সবাইকে নিয়ে কোন রকম টেনে টুনে চলে অভাবের সংসার। এই অভাবের সংসারে আমার পাঁচ লক্ষ টাকা খরচ করে চিকিৎসা করানো সম্ভব নয়। তাই আমি দেশ বিদেশের বৃত্তবানদের কাছে এবং মাননীয় প্রধান মন্ত্রীর নিকট সহযোগীতা কামনা করছি। সহযোগিতা পেলে আমর পরিবার নিয়ে ভবিষ্যৎ জীবন সুন্দর করে পরিচালনা করতে পারব।
সাহায্য পাঠানোর জন্য বিকাশ নাম্বার: ০১৯৯২৩৯২৮৯৯।
ঠিকানা: গ্রাম: কালিকাপুর, ডাকঘর: বাতিসা, উপজেলা: চৌদ্দগ্রাম, জেলা: কুমিল্লা।
যোগাযোগ : সাত্তার স্টোর, মোবাইল ফোন: ০১৮৪৫৫০৯৭৬০।

ads

ad

পাঠকের মতামত