51621

চান্দিনা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি: কুমিল্লা চান্দিনা উপজেলা প্রেস ক্লাবের ১১ সদস্য বিশিষ্ট কমিটিগঠন করা হয়েছে রবিবার ( জুলাই ২০২৪ইং) চান্দিনা হাইস্কুলমার্কেটস্থিত অস্থায়ী কার্যালয়ে চান্দিনায় কর্মরত সাংবাদিকদেরউপস্থিতিতে এক সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়।

সময় উপস্থিত সকল সাংবাদিক সদস্যদের মৌখিক ভোটেসাংবাদিক কাজী আব্দুর রাজ্জাক রাশেদ (এনটিভি, আমাদেরঅর্থনীতি ও আমাদের নতুন সময়ের চান্দিনা প্রতিনিধি)কে সভাপতি, সাংবাদিক মিজানুর রহমান ইমরান (আনন্দ টিভিরকুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি, ডেইলি অবজারভার রূপসীবাংলার বিশেষ প্রতিনিধি)কে সাধারণ সম্পাদক এবং সাংবাদিকএটিএম মাজহারুল ইসলাম (দৈনিক জাতীয় অর্থনীতি মানবাধিকার প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার, দৈনিক সংবাদদিগন্ত পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি) কে সাংগঠনিক সম্পাদকনির্বাচিত করা হয়।

ads

এছাড়াও সাংবাদিক একেএম আজাদ ইমরান (জাতীয় অর্থনীতিপত্রিকার বিশেষ প্রতিনিধি কুমিল্লা)কে সহসভাপতি, সাংবাদিকআলিফ মাহমুদ কাউসার (৭১ বাংলা টিভি, দৈনিক বাংলাদেশবুলেটিন বাংলাদেশ টুডে পত্রিকার প্রতিনিধি) –কে যুগ্মসাধারনসম্পাদক, সাংবাদিক আবুল কালাম আজাদ (দৈনিক সংবাদদিগন্ত পত্রিকার চান্দিনা উপজেলা প্রতিনিধি) –কে কোষাধ্যক্ষ এবংসাংবাদিক জহির রায়হান (দৈনিক পূর্বাশার আলো অনলাইনপোর্টালের সম্পাদক সাপ্তাহিক দেশপ্রিয় পত্রিকার বিশেষপ্রতিনিধি) –কে প্রচার সম্পাদক করা হয়।

চান্দিনা উপজেলা প্রেস ক্লাবের অন্যান্য নির্বাহী সদস্যগণ হলেনসাংবাদিক শহিদুল ইসলাম খোকা (দৈনিক দেশসেবা ও দৈনিক সকালের শাপলা), সাংবাদিক ফখরুল ইসলাম (বঙ্গ টিভিরপ্রতিনিধি চান্দিনার  সময় টোয়েন্টিফোর অনলাইন পোর্টালের সম্পাদক), সাংবাদিক মীর মোশারফ হোসেন বাবু (দৈনিক মুক্তি সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি ও গ্লোবাল সংবাদ পত্রিকার চান্দিনা প্রতিনিধি) এবং সাংবাদিক শাকিল আহমেদ (আমারসংবাদ ডেলি পোস্ট চান্দিনা প্রতিনিধি)।

ads

সাধারন সভায় সভাপতি সাংবাদিক কাজী আব্দুর রাজ্জাক রাশেদবলেন, যেকোন তথ্য বা সংবাদ প্রচারের আগে যাচাই করাপ্রয়োজন। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে যে কোন অপতথ্য বাগুজব দ্রুত ছড়ায়। এতে সমাজে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়, জনগণ দেশের ক্ষতি হয়। চান্দিনা উপজেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এবংসকলের মিলিত প্রয়াসে অপতথ্য প্রচার রোধ করতে হবে।

উক্ত সাধারন সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ১১সদস্য বৈশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় এবং নতুন কমিটিরনেতৃত্বে চান্দিনা উপজেলা প্রেস ক্লাবের নতুন সদস্য অর্ন্তভূক্ত করারবিষয়েও সিদ্ধান্ত গৃহিত হয়।

ad

পাঠকের মতামত