38173

আন্তর্জাতিক সিতোরিউ কারাতে সেমিনার-২০২২ সম্পন্ন

নিউজ ডেস্কঃ ঢাকার মিরপুর ইনডোর স্টেডিয়ামে ২দিনব্যাপী বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের ব্যবস্থাপনায় ও সিতোরিউ কারাতে দো বাংলাদেশের সহযোগিতায় সিতোরিউ কারাতে সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে সেমিনারে প্রশিক্ষণ প্রদান করেন জাপান কারাতে ফেডারেশন থেকে আগত গ্র্যান্ড মাস্টার সিহান (১) হারা ইয়া সুতমি ও (২) কিতামুরা তেতসুর“।

সহযোগিতায় ছিলেন-বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের যুগ্মসম্পাদক ও সিতোরিউ কারাতে দো বাংলাদেশ এর সাধারণ সম্পাদক সিহান মো¯—াফিজুর রহমান, সাইনিং সিতোরিউ কারাতে এসোসিয়েশনের প্রধান শিক্ষক ও সিতোরিউ কারাতে দো: বাংলাদেশ এর সহ-সভাপতি সিহান মোখলেছুর রহমান আবুসহ অন্যান্যরা।

ads

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে এর্টনি জেনারেল এ. এম আমিন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সানাউল হক, এয়ার ভাইস মার্শাল (অব:) বাংলাদেশ বিমান, হাসান উজ্জামান মনি সাধারণ সম্পাদক বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন, সিহান মোহাম্মদ নাজমূল হাসান, প্রতিষ্ঠাতা বাংলাদেশ কারাতে সেন্টার। সভাপতিত্ব করেন মোঃ রুহুল আমিন চঞ্চল।

কুমিল্লার সাইনিং সিতোরিউ কারাতে এসোসিয়েশনের প্রধান প্রশিক্ষক সিহান মোখলেছুর রহমান আবু’র নেতৃত্বে সহকারী প্রশিক্ষক মোহাম্মদ মনিরুল ইসলাম, রুবেল আহমেদ, সৈয়দ আবু সাঈদ, নূরে আলম আদনান, জিলহাজ উদ্দিন আকাশ, আতিক আহমেদ সামি, আমান উল্লা জাহাঙ্গীর আলম বিল­াল, ফাহমুদুল ইসলাম প্রান্ত, শাহ পরান, তোফাজ্জল হোসেন চৌধুরী মাহিন সহ বাংলাদেশের বিভিন্ন জেলার প্রশিক্ষকবৃন্দ সেমিনারে অংশ গ্রহন করেন।

ads
ad

পাঠকের মতামত