37289

সোমালিয়াকে ৭০ টন খাদ্য সহায়তা পাঠালো সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্কঃ আফ্রিকার দেশ সোমালিয়ায় ৭০ টন খাদ্য সহায়তা পাঠিয়েছে সৌদি আরব। দেশটির ‘কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার’-এর মাধ্যমে এই সাহায্য পাঠানো হয়। সোমালিয়ার গেরসবালি অঞ্চলের গৃহহীন মানুষদের দুর্দিনে পাশে দাঁড়াতে এই সাহায্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।

এদিকে আরব নিউজ জানিয়েছে, এই সাহায্যের ফলে চরম খাদ্য সংকটে থাকা ছয় হাজার মানুষ উপকৃত হবে। সোমালিয়ার ওই অংশে এখন ভয়াবহ খরা চলছে। এতে সেখানে খাদ্য সংকট দেখা দিয়ে বহু জীবন বিপন্ন হওয়ার পথে রয়েছে। এমন সময় জরুরি সহায়তার ডাকে সাড়া দিয়ে এই খাদ্য সহায়তা পাঠিয়েছে রিয়াদ। সেখানে এখন পুষ্টিকর খাবার ও পানির ভয়াবহ সংকট চলছে। এসবের পাশাপাশি জীবন বাঁচাতে আরও জরুরি সহায়তা পাঠিয়েছে সৌদি আরব।

ads
ad

পাঠকের মতামত