কালিয়াজুরী, বদরপুর ও কোরের পাড় জামে মসজিদের উদ্যোগে মাহফিল
নিজস্ব প্রতিবেদক: শুক্রবার (১০ জানুয়ারি) কুমিল্লা সদরের উঃকালিয়াজুরী পাক্কার মাথার বদরপুর, কালিয়াজুরী ও কোরেরপাড় জামে মসজিদের যৌথ উদ্যােগে মসজিদ কমিটির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মাহফিল কমিটির আহবায়ক মতিন মেম্বার ও সাবেক সেক্রেটারী রিপন হোসেনের পরিচালনায় মসজিদ প্রাঙ্গণে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত। এতে প্রধান বক্তা বয়ান করেন ত্রিপুরাথেকে আগত মাওঃআবদুল্লাহ নোমান সুলতানী।
এছাড়াও বয়ান করেন হাফেজ মাওঃআবদুর রহমান গাজী, মাও: শাহ ইলিয়াছ সিদ্দিকী, মাও: আদনান গাজী, মাও: জসিম উদ্দিন চাদপুরী, মাও: নুরে আলম সিদ্দিকীসহ অন্যান্যরা।
ads