কুমিল্লার এক রেমিটেন্স যোদ্ধার সৌদি আরবে আত্মহত্যা!!
নিউজ ডেস্ক: ১৯৯১ সালে দীর্ঘ ২৯ বছর আগে প্রবাসে এসে ছিলেন। জানা যায় নি ঠিক কি কারনে গত রাতে আত্মহত্যার মধ্য দিয়ে সংগ্রামী জীবনের ইতি ঘটালেন। থাকতেন সৌদি আরবের জেদ্দা নগরীতে। নাম মোঃ মাইনুদ্দীন (৫৫) বাড়ি কুমিল্লার হোমনা উপজেলায়।
এই দীর্ঘ ২৯বছরে প্রবাস জীবনে কতইনা স্বপ্ন দেখেছিল ও কষ্ট করেছিল সীমাহীন। হয়ত জীবনে অনেকবার উমরা হজ্ব ও করেছিল তিনি। গোটা জীবনের সমস্ত আমলই বৃথা হয়ে গেল, আত্মহত্যার মাধ্যমে। পারিবারিক বিষয়ে স্ত্রী’র সাথে মনোমালিন্য ও সৌদি আরবের কোম্পানিটি দীর্ঘদিন ছুটি না দেয়ায় মানুষিক অশান্তিতে ভুগছিলেন বলে জানায় তার সহকর্মী রুমমেটগন। কষ্ট পেয়ে গেলেন এই নিষ্ঠুর পৃথিবী থেকে, হারালেন পরকালও। এক কুল ও কুল দুকুলই গেল, বৃথা হলো মানব জনম। আমরা ভুলে যাই, আত্মহত্যা করতে যতটা সাহস প্রয়োজন তার দশ ভাগের এক ভাগ সাহস দেখালে বাঘের ন্যায় বেঁচে থাকা যায়। আজ সকালে সৌদি পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায় বলে জানা গেছে।
মনে রাখতে হবে সকল কে, জীবনের মালিক মহান আল্লাহ, দিয়েছেন তিনি নেবেন ও তিনি। আত্মহত্যার মত মহাপাপ ও সয়তানের প্ররোচনা থেকে বেঁচে থাকতে হবে সকল কে।