1609

কু‌মিল্লা গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-৩

নিজস্ব প্রতিবেদক: কু‌মিল্লা ডি‌বির এলআই‌সি টি‌মের এসআই প‌রিমল চন্দ্র দাস পি‌পিএম সঙ্গীয় এএসআই অসীম রায় ও মিল্লাত সহ সঙ্গীয় ফোর্সের অভিযানে শুক্রবার বেলা সা‌ড়ে বা‌রোটায় জাঙ্গা‌লিয়া বাসষ্ট্যান্ডস্থ এ‌শিয়া এয়ারকন কাউন্টা‌রের সাম‌নে থে‌কে চি‌হিৃত মাদক ব্যাবসায়ী আল আ‌মিন (৩২) পিতাঃ মোখ‌লেছ সাং জোলাই কু‌ড়িয়াপাড়া থানাঃ সদর দ‌ক্ষিণ জেলাঃ কু‌মিল্লা‌কে ৫০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ক‌রে।পরে ধৃত আসামীর তথ্য মোতা‌বেক কু‌মিল্লা মহাসড়‌কের আ‌লেখারচর এলাকা হ‌তে আব্দুল কালাম (৩৫) পিতাঃমৃত জব্বার সাং কা‌সেড্ডা থানাঃ বরুড়া জেলাঃ কুমিল্লা এবং সুমন (৪২) পিতাঃ দ্বীন ইসলাম সাং মাজদাইর থানাঃ ফতুল্লা জেলাঃ নাঃগজ্ঞ‌দের ৪০০ পিস ইয়াবাসহ আটক ক‌রে।

আটককৃত আসামী‌দের বিরু‌দ্ধে সদর দ‌ক্ষিণ ম‌ডেল ও কো‌তোয়ালী ম‌ডেল থানা পৃথক পৃথক মামলা রুজু হয়।

ads

ad

পাঠকের মতামত