1544

কুমিল্লার দেবিদ্বার উপজেলা বিএনপি সভাপতি এড. ফরিদ সড়ক দুর্ঘটনায় নিহত

কুমিল্লার দেবীদ্বার উপজেলা বিএনপি সভাপতি ও বিশিষ্ট আয়কর আইনজীবী বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ আহমেদ(৬৫) ও তার দেড় বছর বয়সী নাতনী মাসকুরা আক্তার ঈদ শেষে ঢাকা ফেরার পথে সড়ক দুর্ঘটনায়  নিহত হয়েছেন।

জানা যায়, মঙ্গলবার (১৩ আগষ্ট) বিকেল ৩টায়, এড.ফরিদ ঈদ-উল আযহা উদযাপন শেষে পরিবারের ৫ সদস্য নিয়ে কুমিল্লার দেবীদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের মোহাম্মদপুর নিজ গ্রাম থেকে একটি মাইক্রোবাসযোগে ঢাকা রায়েরবাগ (শনির আখড়া) নিজ বাসায় ফিরছিলেন। তাদের বহনকারী গাড়িটি বিকেল ৫টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মূন্সীগঞ্জ জেলার গজারীয়া উপজেলার বাইসা নামক এলাকায় ট্রাক চাপায় তাদের মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার ছেলের মেয়ে মাসরুকা আক্তার নিহত হন। এ সময় মারাত্মক আহত হন এড ফরিদ, তার স্ত্রী, ছেলে ও গাড়ীর ড্রাইভার। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকায় নেয়ার পর রাত সোয়া ৮টার দিকে স্কয়ার হাসপাতালে মারা যান এড. ফরিদ। তার সহধর্মিনী শেফালী আক্তার(৫০), একমাত্র পুত্র ডাচবাংলা ব্যাংকের উর্ধতন কর্মকর্তা মামুন(৩০), পুত্র বধূ ফাহমিদা সুলতানা(২২) হাসপাতালে ভর্তি রয়েছেন।আহত অপর ৩ জনের মধ্যে মামুনের অবস্থা আশংকাজনক বলে জানা যায়।

ads

খবর পেয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি এবং সাবেক এমপি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীসহ দেবিদ্বার উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা হাসপাতালে ছুটে যান।

ads
ad

পাঠকের মতামত