1066

সেশনজট মুক্ত করতে কুবিতে মতবিনিময় সভা

কুবি প্রতিনিধি: সেশনজট মুক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী। আজ সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত ডিন ও বিভাগীয় প্রধানদের সাথে মতবিনিময় সভায় এ প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ আবু তাহের ও পরীক্ষা নিয়ন্ত্রক।
সভার শুরুতে উপাচার্য বিভাগের চেয়ারম্যানদের নিকট বিভাগের সেশনজট বিষয়ে তথ্য জানতে চান। বিভাগীয় চেয়ারম্যানগণ তাদের স্ব স্ব বিভাগের সেশনজটের তথ্য উপাচার্যের নিকট তুলে ধরেন। তথ্যসমূহ : গণিত বিভাগ ২ থেকে ৩ মাস, পদার্থবিজ্ঞান বিভাগ ১ বছর, পরিসংখ্যান বিভাগ ৩ থেকে ৪ মাস, রসায়ন বিভাগ ২ বছর, ফার্মেসী বিভাগ ৪ মাস, ইংরেজি বিভাগ ৬ মাস, বাংলা বিভাগ ০ মাস, অর্থনীতি বিভাগ ৬ মাস, লোক প্রশাসন বিভাগ ৩ থেকে ৪ মাস, নৃবিজ্ঞান বিভাগ ০ মাস, প্রতœতত্ত্ব বিভাগ ৯ মাস, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ৩ থেকে ৪ মাস, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ ৩ থেকে ৪ মাস, এআইএস বিভাগ ৩ থেকে ৪ মাস, মার্কেটিং বিভাগ ২ মাস,. ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ ৩ মাস, সিএসই বিভাগ ৬ মাস, আইসিটি বিভাগ ১ থেকে দেড় বছর এবং আইন বিভাগের ৩ থেকে ৪ মাসের সেশনজট রয়েছে।
উপাচার্য সভায় উপস্থিত ডিন ও বিভাগীয় প্রধানগণকে সেশনজট নিরসনে দিক নির্দেশনা প্রদান করেন।
সভায় সিদ্ধান্ত হয়, ডিন ও বিভাগীয় প্রধানগণ নিয়মিতভাবে বিষয়টি তদারকি করবেন এবং প্রশাসনকে অবহিত করবেন। প্রশাসন সে মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবেন।

ads
ad

পাঠকের মতামত