সিঙ্গাপুরে ওবায়দুল কাদের
নিজের ফলোআপ চিকিৎসার জন্য সিঙ্গাপুর পৌঁছেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বাংলাদেশ সময় বিকেল পৌনে ৬টায় তিনি সিঙ্গাপুরে পৌঁছান বলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান।
রোববার (১৪ জুলাই) দুপুর ১টা ২৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করেন ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ফলোআপ চিকিৎসা করাবেন। এর আগে এই হাসপাতাল থেকেই বাইপাস সার্জারি করান ও চিকিৎসা নিয়ে দেশে ফিরেছিলেন তিনি।
গত ৩ মার্চ ওবায়দুল কাদের গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ভারতের বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠীর পরামর্শে তাকে ৪ মার্চ সিঙ্গাপুর নেওয়া হয়। সেখান মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গত ২০ মার্চ তার বাইপাস সার্জারি হয়। চিকিৎসা শেষে গত ১৫ মে তিনি দেশে ফেরেন।
ওই চিকিৎসার ফলোআপ করাতেই তিনি সিঙ্গাপুর গেছেন। আগামী ১৭ জুলাই দেশে ফেরার কথা রয়েছে মন্ত্রী ওবায়দুল কাদেরের।