417

১০ বিজিবি’র পৃথক অভিযানে মাদকদ্রব্য এবং মালামালসহ দুইজন আটক

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ কুমিল্লা জেলার কোতয়ালী উপজেলাধীন গোলাবাড়ী পোষ্টের টহলদল কর্তৃক অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার ২০৮২/১১-এস বরাবর শুন্য লাইন এর নিকটবর্তী এলাকা দিয়ে ভারত হতে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে নিয়ে আসার সময় আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে “গোলাবাড়ী সিএনজি ষ্ট্যান্ড” নামক স্থান হতে ৬০০ টি ইয়াবা ট্যাবলেটসহ (১,৮০,০০০/-) ০১ জন মাদক চোরাকারবারী মোঃ বিল্লাল হোসেন (৬৫), পিতা-মৃত শিরু মিয়া, গ্রাম-শুভপুর, পোষ্ট-মোগলটুলি, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা’কে আটক করে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। অপর একটি অভিযানে একবালিয়া পোষ্টের টহল দল কর্তৃক অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলাধীন সীমান্ত পিলার ২০৮৮/৩-এস বরাবর শুন্য লাইন এর নিকটবর্তী এলাকা দিয়ে ভারত হতে ফেন্সিডিল ক্রয় করে নিয়ে আসার সময় আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে “একবালিয়া” নামক স্থান হতে ৭০ বোতল ফেন্সিডিলসহ (২৮,০০০/-) ০১ জন মাদক চোরাকারবারী মোঃ শাহাদাত হোসেন (২৩), পিতা-মোঃ আক্তার হোসেন, গ্রাম-কুডোরিয়া পাড়া, পোষ্ট-কমলপুর, থানা-সদর দক্ষিন, জেলা-কুমিল্লা’কে আটক করে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও অন্যান্য বিওপির দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ৩২ বোতল মদ (৪৮,০০০/-) এবং ০১ টি YAMAHA FEZER 150 cc পুরাতন মোটর সাইকেল (৩,০০,০০০/-) টাকা মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৫,৫৬,০০০/- (পাঁচ লক্ষ ছাপ্পান্ন হাজার) টাকা। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাস্টমস অফিসে জমা করা হয়েছে।

ads
ad

পাঠকের মতামত