কুমিল্লা রোটারী ক্লাব অব মিডসিটির সভাপতি আহমেদ ইমন ও সেক্রেটারি আব্দুল হালিম
রোটারী ক্লাব অব কুমিল্লা মিডসিটির ২০১৯-২০ সালের বোর্ড গঠন সভাপতি রোটারীয়ান আহমেন ইমন, সেক্রেটারি রোটারীয়ান আব্দুল হালিম , আই,পি,পি রোটারীয়ান মমিন আহমেদ রনি নির্বাচিত হয়েছেন। গত ২০শে মে কুমিল্লা নগরীর পার্টি সেন্টারে বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়।
ভোর্ডে আরও স্থান পেলেন যারা, ভাইস-প্রেসিডেন্ট ১ রোটারীয়ান ওভায়েদ উল্লাহ অপু, ভাইস- প্রেসিডেন্ট রোটারীয়ান ফরিদ আহমেদ জুয়েল, জয়েন্ট সেক্রেটারি রোটারীয়ান আশিকুর রহমান সিদ্দিকী, ট্রেজারার রোটা, জামাল উদ্দিন, ডিরেক্টর সার্ভিস প্রজেক্ট রোটা, রাবেয়া বিনতে শারাফাত, মেম্বারশিপ রোটা, সারজেক আলম সরকার, ডিরেক্টর পাবলিক রিলেশন ডিরেক্টর রোটা, ফয়জুন্নেসা সীমা। ডিরেক্টর এডমিনিস্ট্রেশন রোটা, মোহাম্মদ মহিউদ্দিন, ডিরেক্টর দ্যা রোটারী ফাউন্ডেশন রোটা, আব্দুল বারিক খান রানা, বুলেটিন এডিটর রোটা, মোহনা শরীফ, সার্জেন্ট এট আর্মস রোটা, জি এম মোস্তফা আল মেহেদী ও প্রমূখ।