44160

যুবলীগ নেতা অহিদুর রহমানের দাফন সম্পন্ন, জানাজায় হাজারো মানুষের ঢল

এন.সি জুয়েল: কুমিল্লার বুড়িচংয়ের কোরপাই গ্রামের কৃতি সন্তান,মোকাম ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ অহিদুর রহমান (৪৫) এর দাফন সম্পন্ন হয়েছে।মরহুমের জানাজায় হাজারো মানুষের ঢল নামে। মঙ্গলবার (২৭জুন) বিকাল সাড়ে ৫ টায় উপজেলার মোকাম ইউনিয়নের পূর্ব কোরপাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  মাঠে অহিদুর রহমানের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে  পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মঙ্গলবার (২৭ জুন) সকাল সাড়ে ৭ টার দিকে হৃদ রোগে আক্রান্ত হয়ে কুমিল্লা মুন  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃষ্টি উপেক্ষা করে মরহুমের জানাজায় হাজার হাজার মুসল্লি অংশগ্রহন করেন। এ সময় উল্লখযোগ্যদের মধ্যে কুমিল্লা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আবুল হাসেম খান এমপি, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বুড়িচং উপজেলা সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, কুমিল্লা বারের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মাহবুবুর রহমান, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহতেশামুল হাসান ভূইয়া রুমি, সদস্য অধ্যক্ষ আবু সালেক মোঃ সেলিম রেজা সৌরভ, জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আব্দুছ ছালাম বেগ, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী মোঃ জসিম উদ্দিন জসিম, সাবেক সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট রেজাউল করিম খোকন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ফজলুল হক মুন্সি, দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার আব্দুস ছোবহান সেলিম, ইউপি আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, যুবলীগ নেতা মোঃ অহিদুর রহমান গত ১ মাস যাবত ইন্ডিয়ার এ্যাপোলো হসপিটালে হৃদরোগের চিকিৎসা শেষে সোমবার দেশে ফিরে রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হসপিটালে পরে উন্নত চিকিৎসার জন্য মুন হসপিটালে ভর্তি করে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে, পাঁচ ভাই, এক বোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। অহিদুর রহমান কোরপাই গ্রামের কৃতি সন্তান, মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাহেব আলীর ছোট ভাই। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ad

পাঠকের মতামত