50572

বুড়িচংয়ে এমপি জাহেরকে সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা

বুড়িচং প্রতিনিধি: মানুষকে ভালবেসে তার সেবা ও জনকল্যাণে নিয়োজিত থেকে বুড়িচং-ব্রাহ্মণপাড়ার মানুষের পক্ষে কথা বলার পাশাপাশি অত্র নির্বাচনী এলাকার সাবেক আইন মন্ত্রী এড. আব্দুল মতিন খসরু, অধ্যক্ষ মো. ‘ইউনুস ও সদ্য প্রয়াত জনবান্ধব নেতা এড. আবুল হাসেম খান এর অসমাপ্ত কাজ সম্পন্ন করে যাবো। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন। উপরোক্ত কথাগুলো বলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসন থেকে নির্বাচিত এমপি আলহাজ্ব এম এ জাহের। তিনি গতকাল (২৭ এপ্রিল) বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আখলাক হায়দারের নিজ বাড়ির ময়নামতির সিন্দুরীয়ারা পাড়া বাগান বাড়ীতে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বুড়িচং উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দারের সভাপতিত্বে সভা পরিচালনা করেন যৌথভাবে মোকাম ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মাসুদ আলম ও এড. ফয়েজুল হক বাবু।

ads

বক্তব্য রাখেন কুমিল্লা (দ) জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহেতাশামুল হাসান ভুইয়া রুমি, কুমিল্লা (দ.) জেলা আওয়ামীলীগের সদস্য আবদুছ ছালাম বেগ, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শাহাজান চেয়ারম্যান, ষোলনল ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম, বুড়িচং উপুজেলা আওয়ামীলীগের নেতা নেওয়াজ আলী সর্দার, বুড়িচং উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. রেজাউল করিম, সাবেক চেয়ারম্যান মো.বিল্লাল হোসেন, মো. জসিম উদ্দীন মেম্বার, মো. আবদুল মান্নান মেম্বার, মো. মুজিবুর রহমান।

উপস্থিত ছিলেন বাকশীমূল ইউনিয়নের আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন(লন্ডনী), সাংগঠনিক সম্পাদক রাসেল চৌধুরী, ডাক্তার আবুল খায়ের, মির্জা তৌফিক, মাসুম চৌধুরী, আবদুল সালাম বেগ, অব. দারোগা ফরিদ উদ্দীন, কংশনগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো.আরিফ হোসেন, আওয়ামী লীগ নেতা মো. জালাল উদ্দীন. এড. কিংকর দেবনাথ, ডা. লিল মিয়া, সোহেল আহম্মেদ কফি হাউজ, মো. রফিকুল ইসলাম মাস্টার, মো. রকিবুল হাসান, মো. ইকবাল হোসেন, যুবলীগ নেতা আমিনুল ইসলাম রাসেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জালাল উদ্দীন, মো. বাদল, মো. শামীমুল হক, মো. জহিরুল হক, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুবলীগ নেতা আদনান হায়দার, আবুল হাসেম শান্ত, আরো উপস্থিত ছিলেন মো. জামাল হোসেন মেম্বার, মো. কামাল হোসেনসহ উপজেলার ৯ ইউনিয়নের আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ads
ad

পাঠকের মতামত