41007

ইউক্রেন যুদ্ধের এক বছর: পুতিনকে ‘বার্তা’ দেবেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক: আগামী ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলার এক বছরকে কেন্দ্র করে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) পোল্যান্ড সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওইদিন তিনি ওয়ারসতে বক্তব্য রাখবেন, সেখানে তার সমকক্ষ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বার্তা পাঠাবেন। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

ওইদিন ভাষণে ইউক্রেনসকে অভূতপূর্ব সহায়তার জন্য ন্যাটোর প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানাবেন তিনি। ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ নিয়ে একই দিন মস্কোতেও ভাষণ দেবেন প্রেসিডেন্ট পুতিন।

ads

আগামী মঙ্গলবার পোল্যান্ডের রাজধানী ওয়ারসোতে অবতরণ করবেন বাইডেন। দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে সাক্ষাৎ করবেন। পরদিন বুধবার পূর্ব ইউরোপের ন্যাটো সদস্য সংগঠন বুখারেস্ট নাইনের নেতাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার।

হোয়াইট হাউজ জানিয়েছে, আগামী সপ্তাহে ব্রিটেন, ইউক্রেন যুদ্ধ ইস্যুতে ফ্রান্স ও ইতালির নেতাদের সঙ্গে ফোনালাপ করবেন বাইডেন। আগামী (৩ মার্চ) ওয়াশিংটনে সফরের কথা রয়েছে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের। সূত্র: দ্য গার্ডিয়ান

ads
ad

পাঠকের মতামত