41010

কুমিল্লায় দর্শক নন্দিত হল নাটক “পঞ্চনারী আখ্যান”

নিউজ ডেস্ক: কুমিল্লায় দর্শক নন্দিত হল ঢাকা থিয়েটার প্রযোজিত নাটক “পঞ্চনারী আখ্যান”৷ অধুনা ৫ম জাতীয় নাট্যোৎসবে নাটকটি যেন এসময়ের দপর্ণে নারী জীবনের জলজ্যান্ত প্রতিচ্ছবি৷ প্রবাসীর স্ত্রী হিসেবে একক বিচ্ছিন্ন জীবন, উদাসীন স্বামীর অবহেলিত সপুত্রক ঘরকণ্যা, মনোরমার মত নিঃসন্তান অপবাদধারী গৃহবধু, যাত্রাশিল্পী বাবার দরিদ্র অভুক্ত মেয়েরুপ এবং অবশেষে মমতাজ রুপী ঐতিহাসিক চরিত্র৷ এই পঞ্চ চরিত্রের নিদারুণ কারুময়তায় বিকশিত হয়েছেন দৃশ্যপটের অভিনেত্রী৷ স্বীয় চরিত্রায়ণের মাধূর্যে মোহিত হয়েছে হল ভর্তি দর্শক শ্রোতা৷ দৃশ্যপট পরিবর্তনের কালক্ষেপণে জেলা শিল্পকলা একাডেমীর মূলমঞ্চ ছিল দর্শক করতালির প্রতিধ্বনিতে আন্দোলিত৷ সম্পূর্ণ নারীবাদী সংলাপে ভরপুর নাট্য হলেও নারীত্বের অবিচ্ছেদ্য কষ্টের উন্মোক্ত বহিঃপ্রকাশে নিশ্চুপ ও ক্ষণে ক্ষণে নিষ্পলক ছিলেন প্রতিটি দর্শক৷ মঞ্চসজ্জা, আলোক প্রক্ষেপণ, শব্দ ও সংগীতের সুনিয়ন্ত্রিত ব্যবহার মঞ্চায়নের প্রতিটি মূহুর্তকে উপভোগ্য করে তুলেছে৷ নাটকটির একমাত্র কুশীলব হিসেবে অভিনয় করেন বিশিষ্ট টিভি ও মঞ্চ অভিনেত্রী রোজী সিদ্দিকী৷ বিশিষ্ট অভিনেতা শহীদুজ্জামান সেলিম তার বক্তব্যে অধুনা থিয়েটারের উৎসব আয়োজনের সক্ষমতার ভূয়সী প্রশংসা করেন৷

ads

বিশিষ্ট সমাজ সংগঠক ও ব্যবসায়ী মোঃ আবদুল হকের সভাপতিত্ত্বে নাট্যোৎসবের সমাপনী দিনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক জবাব মোহাম্মদ শামীম আলম৷

ads

তিনি তার বক্তব্যে অধুনা ৫ম নাট্যোৎসবকে অধুনার অনবদ্য আয়োজন বলে মন্তব্য করেন এবং নাট্যদল ও দর্শকদের প্রতি শুভেচ্ছা জানান৷

মূলমঞ্চে বিশিষ্ট আবৃত্তি শিল্পী রুবেল কুদ্দুস এর অনুষ্ঠান সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান, কুমিল্লা সাংস্কৃতিক জোটর সভাপতি জহিরুল হক দুলাল, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ, দৈনিক কুমিল্লার কাগজের সাধারণ সম্পাদক আবুল কাশেম হৃদয়, শিল্পী ও অনুবাদক ফারহানা আজিম শিউলী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজু প্রমুখ৷

এসময় অতিথিদের উৎসব উত্তরীয়তে বরণ করে নেন অধুনার সদস্যবৃন্দ৷

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরীয়া সরকারী কলেজের অধ্যক্ষ ড. আবু জাফর খান৷

অধুনা থিয়েটারের প্রতিষ্ঠাতা এড. শহীদুল হক স্বপনের সমাপনী সভা সঞ্চালনায় পরবর্তীতে প্রধান অতিথির হাত থেকে ঢাকা থিয়েটারের পক্ষে উৎসব স্মারক গ্রহণ করেন সাইফুদ্দিন আহমেদ দুলাল৷ এদিকে উৎসব মুক্তমঞ্চে সংস্কৃতিজন জয়নাল আবেদিন রনি ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি লুৎফুন্নাহার লিপি’র উপস্থাপনায় স্বাগত বক্তব্য উপস্থাপন করেন অধুনার সহসভাপতি স্বাধীন আজাদ৷ পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়৷ অবশেষে গতকাল হল ভর্তি দর্শক নিয়ে অধুনা থিয়েটার আয়োজিত নাট্যোৎসবের সমাপনী দিনে “পঞ্চনারীর আখ্যান” প্রদর্শনের মধ্য দিয়ে উৎসব সফলভাবে সমাপ্ত হল৷

ad

পাঠকের মতামত