40062

সৌদি আরবে খুঁটিবিহীন মসজিদ

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের তাবুক বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিনন্দন মসজিদ দেখে মুগ্ধ হন দর্শক, এর নির্মাণশৈলীতে রয়েছে ইসলামী শিল্পকলা ও আধুনিক স্থাপত্যশৈলীর ছাপ, তাবুক বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে দর্শকদের মুগ্ধ করে মসজিদের অত্যাধুনিক নকশা, গম্বুজ, বিস্তৃত প্রাঙ্গণ, গম্বুজ আকৃতির এই মসজিদের ভেতর কোনো খুঁটি নেই।

মসজিদের ওপরের অংশে রয়েছে পাঁচ হাজার ৮৮৭ বর্গ মিটারের গম্বুজ, গম্বুজের কাচের ফাঁক দিয়ে ভেতরে প্রবেশ করছে প্রাকৃতিক আলো, সাত হাজার এক শ বর্গমিটার আয়তনের এই মসজিদে তিন হাজার পাঁচশ মুসল্লি একসঙ্গে নামাজ পড়তে পারেন, মসজিদের দুই পাশে রয়েছে ৫০ মিটার উঁচু মিনার, যা মসজিদের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে।

ads

এর আঙিনায় ৩০ হাজার তিন শ বর্গমিটারের পার্কিংয়ে একসঙ্গে ৩৮০টি গাড়ির ধারণক্ষমতা রয়েছে, মসজিদের প্রবেশপথে রয়েছে গ্রানাইট পাথর এবং মেঝেতে রয়েছে মার্বেল টাইলস ও কাচের দেয়াল, তা ছাড়া শীতাতপ নিয়ন্ত্রিত এই মসজিদে রয়েছে বিএমএস ব্যবস্থাপনা ও আগুনের সতর্কবার্তার ব্যবস্থাপনা, ২০২০ সালের ১৯ জুন জুমার নামাজের মধ্য দিয়ে মসজিদটি উদ্বোধন করা হয়।

সূত্র : সৌদি গেজেট

ads
ad

পাঠকের মতামত