39987

হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুন্সী মনির ও সম্পাদক সিফাত

নিউজ ডেস্ক: হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির এক বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে। ৩১ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় সংগঠনটির আলোচনা সভায় ২০২৩ সালের প্রথমদিন থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।

হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পদে মুন্সী মোহাম্মদ মনির (জনকন্ঠ), সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম সিফাত (বিজয় টিভি), সাংগঠনিক সম্পাদক পদে গাজী মহিন উদ্দিন (দৈনিক চাঁদপুর খবর) কে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে নির্বাচিত করে সংগঠনের নেতৃবৃন্দ।

ads

পরে কমিটির বিভিন্ন পদে দায়িত্ব বন্টন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি পদে মহিউদ্দিন আল আজাদ (ত্রিনদী), হাসান মাহমুদ ( মানব জমিন), কামরুজ্জামান টুটুল ( কালের কণ্ঠ), মনিরুজ্জামান বাবলু ( এসএ টিভি), মনসুর আহমেদ বিপ্লব (মানব খবর), যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্ল্যাহ ( প্রতিদিনের সংবাদ), সাখাওয়াত হোসেন শামীম (দৈনিক ইত্তেফাক), সাইফুল ইসলাম ( সুদীপ্ত চাঁদপুর), জহিরুল ইসলাম জয় (আজকের পত্রিকা), পাপ্পু মাহমুদ ( দেশ রূপান্তর), সহ সাংগঠনিক সম্পাদক অমর দাস ( আমাদের সময়), অর্থ বিষয়ক সম্পাদক এস এম মিরাজ মুন্সী (দৈনিক চাঁদপুর দর্পণ), দপ্তর সম্পাদক মজিব পাটোয়ারী (পপুলার বিডিনিউজ), সহ দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন (মেঘনা পোস্ট), প্রচার সম্পাদক হোসেন বেপারী (বাণিজ্য প্রতিদিন), আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইমাম হোসেন টিটু (মানবসমাজ), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিজানুর রহমান রানা (চাঁদপুর রিপোর্ট), ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক সুব্রত বাপ্পি (বিজয় টিভি), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুজন দাস (দৈনিক সংবাদ), ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রেজাউল করিম নয়ন ( দৈনিক চাঁদপুর সংবাদ), আপ্যায়ন বিষয়ক সম্পাদক সম্পাদক মোঃ জহির হোসেন (ত্রিনদী), কার্যকরী নির্বাহী কমিটির সদস্য খালেকুজ্জামান শামীম (দৈনিক যুগান্তর), সাহিদুজ্জামান ঝুটন, সাখাওয়াত হোসেন (দৈনিক দেশকন্ঠ), কবির আহমেদ (আলোকিত বাংলাদেশ), ইমাম হোসেন হিরা (চাঁদপুর দিগন্ত), গাজী নাছির উদ্দিন (মানবসমাজ), খন্দকার আরিফ (চাঁদপুর বার্তা), মনজুরুল আলম পাটোয়ারী (দৈনিক চাঁদপুর দর্পণ), আলমগীর হোসেন (দৈনিক চাঁদপুর কন্ঠ), মজিবুর রহমান রনি (দৈনিক খোলা কাগজ), তোফায়েল আহমেদ (পপুলার বিডিনিউজ), বুলবুল আহমেদ (ত্রিনদী), মাঈনুদ্দিন মিয়াজী (মানবসমাজ) ও রিয়াজ শাওন (দৈনিক শপথ)।

অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে গুনিজনদের সমন্নয়ে একটি উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হবে বলে জানান নব- নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।

ads
ad

পাঠকের মতামত