38973

মেজর গণির মৃত্যু দিবস স্মরণে দোয়া ও আলোচনা সভা

নিউজ ডেস্কঃ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর প্রতিষ্ঠাতা মেজর আবদুল গণি’র ৬৫ তম দিবস স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) সেনানিবাসের এ্যাংকর হলে ‘রাওয়া’ এ অনুষ্ঠানের আয়োজন করে।

এদিন বিকালে রাওয়া’র চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) আলাউদ্দিন মোহাম্মদ আবদুল ওয়াদুদ, বীর প্রতীক, এনডিসি, সিজিএসসি, পিএসসি, এমবিএ, এমডিএস, পিডিএমসি’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে আলোচকবৃন্দ মেজর আবদুল গণি’র কর্মময় জীবন সম্পর্কে আলোচনা করেন।

ads

অনুষ্ঠানের শুরুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় স্মৃতিচারণ। এতে আলোচনা করেন কর্নেল মোহাম্মদ আবদুল হক, পিএসসি (অব.), মোঃ আনোয়ারুল ইসলাম ভূঁঞা, দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক মোহাম্মদ আবুল কাশেম হৃদয়।

এছাড়াও বক্তব্য রাখেন মেজর গনির পুত্র কর্নেল তাজুল গনি ও খালেদ গনি।মেজর গণির মৃত্যু দিবস স্মরণে দোয়া ও আলোচনা সমাপনী বক্তব্য রাখেন রাওয়া’র চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) আলাউদ্দিন মোহাম্মদ আবদুল ওয়াদুদ, বীর প্রতীক, এনডিসি, সিজিএসসি, পিএসসি, এমবিএ, এমডিএস, পিডিএমসি।

ads
ad

পাঠকের মতামত