31503

অবসরপ্রাপ্ত বিদেশিদের পেনশন দেবে দুবাই

আন্তর্জাতিক ডেস্ক: সরকারি খাতের অবসরপ্রাপ্ত বিদেশি কর্মীদের জন্য একটি পেনশন তহবিলের পরিকল্পনা করেছে দুবাই। অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এতে করে যোগ্যতাসম্পন্ন পেশাদাররা সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) কাজ করতে আগ্রহী হবে। এ উদ্যোগ দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখবে বলে আশা সংশ্লিষ্টদের। খবর আরব নিউজ

বিশেষজ্ঞদের ভাষ্য, সরকারি খাতে পেনশন তহবিলের উদ্যোগ নেয়ার ফলে বেসরকারি খাতও উৎসাহিত হবে। এতে করে সুযোগ তৈরিসহ জীবনযাত্রার মানও উন্নত হবে।

ads

দুবাইভিত্তিক আর্থিক পরিষেবা দেয়া প্রযুক্তি প্রতিষ্ঠান ফিনফ্লেক্সের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা অমর ইউসিফ জানান, শিগগিরই বেসরকারি খাতেও এ নিয়ম প্রবর্তন দেখতে আমরা আগ্রহী। ফলে প্রধান অর্থনৈতিক কর্মকর্তারা নগদ অর্থপ্রবাহ সমন্বয় করতে পারবেন।

সম্প্রতি দুবাইয়ের যুবরাজ শেখ হামদান বিন মোহাম্মেদ জানান, পেনশন তহবিলের ফলে সরকারি খাতে বিদেশী কর্মীদের শরিয়াহভিত্তিকসহ বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ পরিকল্পনার একটি সুযোগ দেয়া হবে।

ads
ad

পাঠকের মতামত