![5052](https://www.chatonay71news.com/wp-content/uploads/2020/01/20200113_180301.jpg)
আমড়াতলী মারকাজুল কোরআন ইন্টান্যাশনাল হিফয্ মাদ্রাসার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ
স্টাফ রিপোর্টার: আমড়াতলী মারকাজুল কোরআন ইন্টান্যাশনাল হিফয্ মাদ্রাসার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি আজ সোমবার (১৩ জানুয়ারি) সকালে মারকাজুল কোরআন ইন্টান্যাশনাল হিফয্ মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত হয়৷
ads
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডকটরস কমিউনিটি হসপিটাল বরুড়া কুমিল্লার ব্যাবস্হাপনা পরিচালক সাংবাদিক ইলিয়াছ আহমদ।
বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার উপাধ্যাক্ষ মাওলানা মুফতি মিজানুর রহমান জাফরীর সভাপতিত্বে অন্যানদের মাঝে বক্তব্য রাখেন হাফেজ আমান উল্লাহ, মাওলানা মুফতি জামাল উদ্দিন মমতাজী, হাফেজ জাহিদুর রহমান, হাফিজ আবদুল আউয়াল, গোলাম মোস্তফা রেজা ফয়সাল হোসেন প্রমুখ।
ads
আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং পরে দোয়া ও মুনাজাত করা হয়।