5043

কুমিল্লা ছিন্নমূল হকার্স সমিতির নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা নিউ মার্কেট আন্ডার গ্রাউন্ডের নিজস্ব কার্যালয়ে কুমিল্লা ছিন্নমূল হকার্স সমিতি ২০২০-২২ নির্বাচন ও কার্যকরী কমিটির সভা সদস্যদের স্বতস্ফুর্ত উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১১টি পদের মধ্য ৮টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় কার্যকরী সদস্য পদে ৩ টির জন্য ৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে টেলিভিশন প্রতীকে ৬৪ভোট পেয়ে আমজাদ, আম প্রতীকে ৫৫ ভোট পেয়ে নুরুল ইসলাম(নুরু) ও ফুটবল প্রতীকে ৫৫ ভোট পেয়ে আশরাফুল বিজয়ী হন।

ads

কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সভাপতি মোঃ হাসানুল আলম হাসান, সহ-সভাপতি মোঃ বজলুর রহমান, সাধারন সম্পাদক মোঃ আক্তার হোসেন, সহ-সাধারন সম্পাদকঃ মোঃ সুমন মিয়া, কোষাধ্যক্ষ মোঃ মোরশেদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদকঃ দুলাল ভুইয়া, দপ্তর সম্পাদক মোঃ আব্দুল কাদের।

ads

অনুষ্ঠানের শুরুতে সাধারন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর শ্রমীকলীগের আহবায়ক এম এ কাইয়ুম,১১ নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর অাওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর আল আমিন সাদী, সাংবাদিক অশোক বড়ুয়া, শ্রমীকলীগের যুগ্ম আহবায়ক আনিসুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃহাসানুল আলম হাসান। সাধারন সভা শেষে দুপুরের খাবারের বিরতীর পর শুরু হয় কাংখিত ভোট গননা ৮০ জন ভোটারের মধ্যে ৬৬ভোটার ভোট প্রদানের মাধ্যেমে ৩ জন সদস্য নির্বাচিত করেন। নির্বাচিতদের শপথ পাঠ করান ছিন্নমূল হকার্স সমিতির প্রধান নির্বাচন কমিশনার ও অনুষ্ঠানের প্রধান অতিথি আবিদুর রহমান জাহাঙ্গীর।

কমিটির উপদেষ্টাবৃন্দরা হলেন মোঃ বাবুল মিয়া, নুর উদ্দিন, জালাল উদ্দিন, রিপন মিয়া আব্দুল মান্নান।

অনুষ্ঠানে সার্বিক দায়িত্ব পালন করেন নির্বাচন কমিশনার সাংবাদিক অশোক বড়ুয়া।

উল্লেখ্য, ৫মবারের মত সভাপতি হলেন হাসান ও সাধারন সম্পাদকঃ আক্তার৷

ad

পাঠকের মতামত