2240

কুমিল্লায় ৮৩ জন মুক্তিযোদ্ধার পুন: যাচাই-বাছাই সম্পন্ন

মাইনুল হক: প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর আবার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে। অক্টোবরের মধ্যে জামুকা সারা দেশে এই পুন: যাচাই-বাছাই কাজ শেষ করার জন্য নির্দেশনা দিয়েছে।

২০১৭ সালের জানুয়ারিতে যে যাচাই-বাছাই হয়েছে, তাতে উপজেলা, জেলা কিংবা মহানগর কমিটি তিন ধরনের খসড়া তালিকা তৈরি করে। ‘ক’ তালিকা হচ্ছে যাচাই-বাছাই কমিটির সর্বসম্মতিক্রমে গৃহীত তালিকা। ‘খ’ হচ্ছে কমিটির দ্বিধাবিভক্ত মতের ভিত্তিতে করা তালিকা। ‘গ’ হচ্ছে কমিটির নামঞ্জুর করা তালিকা।

ads

সূত্র মতে, যাচাই-বাছাই কমিটিগুলোর ‘ক’ তালিকায় মোট ২৬ হাজার ৯৪২ জনকে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির জন্য সুপারিশ করা হয়। কিন্তু মাঠপর্যায়ে যাচাই-বাছাইয়ের কাজ যথার্থভাবে সম্পন্ন না হওয়ার অভিযোগ ওঠে। বিভিন্ন জায়গায় কমিটির সদস্যদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগে মানববন্ধনসহ নানা কর্মসূচিও পালন করা হয়। জামুকার কাছে যেসব প্রস্তাব আসে, তা-ও ছিল ত্রুটিপূর্ণ। তাই তারা সুপারিশগুলো আবার যাচাইয়ের প্রস্তাব করে।

ads

এরই প্রেক্ষিতে কুমিল্লা আদর্শ সদর উপজেলায় নতুন অন্তভূক্তির জন্য ‘ক’ তালিকাভুক্ত ৮৩ জন মুক্তিযোদ্ধার পুন: যাচাই-বাছাই সম্পন্ন করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কুমিল্লা টাউন হল মুক্তিযুদ্ধ কর্ণার অডিটোরিয়ামে এ পুন: যাচাই-বাছাই করা হয়।

কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের সভাপতিত্বে যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনায় সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করেন আদর্শ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী আশরাফুল কবির।

এসময় উপস্থিত ছিলেন সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান সাজু, বীর মুক্তিযোদ্ধা এড. রুস্তম আলী, মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, নুরুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার মো: সাইফুদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রধান সহকারী শংকর চন্দ্র পাল।

উক্ত অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক, শিক্ষক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে নতুন ভাতাপ্রাপ্ত ২২ জন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মাঝে ভাতা পরিষদ বই বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।

ad

পাঠকের মতামত