848

কুমিল্লায় নিরাপদে চলি প্রীতি সম্মিলনী অনুষ্ঠিত

নিরাপদে চলি প্রীতি সম্মিলনী অনুষ্ঠান গত ৫ জুলাই কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে  অনুষ্ঠিত হয়েছে। কাজী সাইমুল হক  ও চন্দন দাসের সঞাচালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মূল বিষয়ের ওপর বক্তব্য রাখেন জাজ মালটি মিডিয়ার সিইও  এবং সংগঠনের অন্যতম উদ্যোত্তো  আলিমুল্লাহ খোকন  ও চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক ডাঃ ইলা জাহান।   অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাসস সংবাদদাতা অশোক কুমার বড়ুয়া, অলোকিত কুমিল্লার সম্পাদক  ধীমান বড়ুয়া, কুমিল্লা রিপোর্টাস ইউনিটির সভাপতি সাদিক মামুন,সিটিভি নিউজ সম্পাদক ওমর ফারুকী তাপস, রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাকির,অধ্যাপক দিলীপ মজুমদার, শ্রমিক নেতা সৈয়দ মোতালেব হোসন, মুক্ত কলামিস্ট লেখক খায়রুল আলম রায়হান, আবদুল মতিন মাস্টার, অসীম সাহা, দৈনিক বাংলাদেশ বুলটিন পত্রিকার স্টাফ রিপোর্টার ও চেতনায় একাত্তর নিউজের সম্পাদক মাইনুল হক ও জহিরুল ইসলামসহ অন্যান্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ শফিকুর রহমান। অনুষ্ঠানে সড়কে নিরাপদে পথ চলার  নানা বিষয়ের ওপর আলোকপাত করা হয়।

সভা শেষে কুমিল্লা জেলায় কাজী সাইমুল হককে আহবায়ক এবং চন্দন দাসকে সদস্য সচিব করে নিরাপদে চলি সংগঠনের  একটি কমিটি গঠন করা হয়েছে।

ads
ad

পাঠকের মতামত