57238

দাউদকান্দিতে সাংবাদিক শরীফ প্রধান পাঠাগারের উদ্যোগে পবিত্র বাংলা কুরআন বিতরণ

নিইজ ডেস্ক: কুমিল্লা দাউদকান্দি উপজেলার কাদিয়ারভাঙ্গা গ্রামে অবস্থিত ‘সাংবাদিক শরীফ প্রধান পাঠাগারের উদ্যোগে রমাদান উপলক্ষ্যে গ্রামবাসীদের মাঝে বাংলা অর্থসহ পবিত্র কুরআন, তাসবিহ, আতর, মেসওয়াক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে কাদিয়ারভাঙ্গা আরফানুননেছা ঈদগাহ মাঠে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

ads

অনুষ্ঠানে সাংবাদিক শরীফ প্রধানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাওলানা কাজী বশিরুল্লাহ, মাওলানা শাহআলম মাসুদ, মো. নূর আলম ভূঁইয়া আলম, হাফেজ মাওলানা সাইফুল ইসলাম। আলোচনা শেষে গ্রামের মক্তবের শিশু শিক্ষার্থীসহ শতাধীক বয়স্কদের মাঝে বাংলা অর্থসহ কুরআন, তাসবিহ, আতর ও মেসওয়াক বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলো, মান্নান প্রধান, নূরুল ইসলাম প্রধান, শাহজালাল আখন্দ, ফারুক আখন্দ, মাসুম,  ফারুক ও রাজু প্রধান।

ads
ad

পাঠকের মতামত