52355

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বন্ধের আহ্বান হোয়াইট হাউসের

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে উত্তেজনা বন্ধের আহ্বান জানিয়েছেন হোয়াইট হাউসের নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাত বন্ধে কাজ করছে। সোমবার (২৬ আগস্ট) এক প্রতিবেদনে দ্য ইকোনমিক টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার, কানাডার হ্যালিফ্যাক্স শহরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। সুলিভান জানান, গাজা-ইসরায়েল যুদ্ধের মাঝেই সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে হিজবুল্লাহ ও ইসরায়েল। এ ঘটনায় নিয়ে গভীরভাবে চিন্তিত যুক্তরাষ্ট্র।

ads

সুলিভান আরও বলেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর পাশাপাশি ইসরায়েল ও লেবাননের সীমান্তে শান্ত হওয়ার পরিকল্পনার দিকে যুক্তরাষ্ট্র এখনও কাজ করছে।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্র সবরকম আলোচনা চালিয়ে যাবে বলেও উল্লেখ করেছেন তিনি। এদিকে, লেবানন ও তেল আবিবের সংঘাত এড়ানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। যুদ্ধ না জড়ানোর কথা জানিয়েছে যুক্তরাজ্য ও জর্ডান-ও।

ads
ad

পাঠকের মতামত