50370

কমান্ড কার্যক্রম পর্যালোচনা করবেন জাপান, যুক্তরাষ্ট্রের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে জাপানের আত্মরক্ষা বাহিনী এবং জাপানে মার্কিন সামরিক ঘাঁটিসমূহের কমান্ড ও নিয়ন্ত্রণ কাঠামো পর্যালোচনা করে দেখার পরিকল্পনা করছেন।

এদের সহযোগিতা মসৃণ করে নেয়া হচ্ছে পর্যালোচনার লক্ষ্য। যুক্তরাষ্ট্রে আগামী সপ্তাহের সরকারি সফরের সময় কিশিদার বাইডেনের সাথে সাক্ষাত করার কথা রয়েছে।

ads

নেতারা এই মর্মে সম্মত হবেন বলে আশা করা হচ্ছে যে ক্রমবর্ধমান জটিল বৈশ্বিক সমস্যাবলী মোকাবিলা করতে হওয়ার মুখে “বৈশ্বিক অংশিদার” হিসাবে দুই দেশ তাদের কৌশলগত সহযোগিতা এগিয়ে নেবে।

তারা এরকম স্বীকার করবেন বলেও প্রত্যাশা করা হচ্ছে যে সেই সহযোগিতার কেন্দ্রে আছে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা।

ads

জাপানে মার্কিন নৌবাহিনীর জাহাজ মেরামতের অনুমতি দেয়ার জন্য এবং প্রতিরক্ষা সরঞ্জামের উন্নয়ন ও উৎপাদনে সহযোগিতা আরও গভীর করে নেয়ার জন্যেও তারা দুজন সম্ভবত একটি ব্যবস্থা গড়ে নিতে সম্মত হবেন।

পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার সম্প্রসারিত করে নেয়ার মধ্যে দিয়ে কার্বন মুক্তকরণ এগিয়ে নিতে উচ্চ পর্যায়ের সংলাপ শুরু করতেও নেতারা সম্ভবত সম্মত হবেন। স্থিতিশীল জ্বালানির বৈশ্বিক প্রয়োজনীয়তার জবাবে এটা করা হবে। এনএইচকে

ad

পাঠকের মতামত