49977

বরুড়ার গালিমপুরে চেয়ারম্যান নির্বাচিত হলেন বাচ্চু মিয়া

নিউজ ডেস্ক: কুমিল্লার বরুড়া উপজেলার গালিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী ইতালী প্রবাসী মোঃ বাচ্চু মিয়া ৫ হাজার ৪৬৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আনারস প্রতীকের প্রার্থী পেয়েছেন ৩ হাজার ৩৪৪ ভোট। বর্তমান চেয়ারম্যান মোঃ রবিউল আলম পেয়েছেন ২ হাজার ২৭৬ ভোট।

শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ৯টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়।

ads

শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় বরুড়া উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ওসমান গণি এ ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। মোট ৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করেন। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দিনব্যাপী সুষ্ঠুভাবে সম্পন্ন হয় ভোটগ্রহণ।

চেয়ারম্যান নির্বাচন হওয়ার পর বাচ্চু মিয়া বলেন, মানুষের দোয়া-ভালবাসা ও ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি সর্বদাই জনগণের পাশে থেকে সেবা করে যাব। সেই সঙ্গে গালিমপুরের সার্বিক উন্নয়নে কাজ করব। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

ads
ad

পাঠকের মতামত