48889

বিদেশি শিক্ষার্থী কমানোর সিদ্ধান্ত কানাডার

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী ও অভিবাসনপ্রত্যাশীদের কাছে অন্যতম শীর্ষ পছন্দের গন্তব্য উত্তর আমেরিকার দেশ কানাডা। ভালো মানের বিশ্ববিদ্যালয় আর পড়াশোনার ফাঁকে কাজের সুযোগের কারণে প্রতিবছর দেশটিতে পাড়ি জমান বহু শিক্ষার্থী।

তবে, বর্তমানে আবাসন সংকট বেড়ে যাওয়ার জন্য বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা কমানোর কথা ভাবছে দেশটি। খবর রয়টার্স।

ads

প্রতিবেদনে বলা হয়, কানাডায় বসবাসের অনুমতিপ্রাপ্ত বিদেশী শিক্ষার্থীদের সংখ্যা কমানোর কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির অভিবাসন মন্ত্রী মার্ক মিলার। বিশেষ করে বিদেশী শিক্ষার্থী এবং অভিবাসী বৃদ্ধি দেশটিতে আবাসন সংকটের জন্য দায়ী, এমন সমালোচনার জেরেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সিটিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে অভিবাসন মন্ত্রী মার্ক মিলার বলেন, লিবারেল সরকার এই বছরের প্রথম এবং দ্বিতীয় প্রান্তিকে বিদেশী শিক্ষার্থীদের সংখ্যা কমানোর কথা বিবেচনা করছে।

ads

মিলার কানাডায় বিদেশী শিক্ষার্থীদের সংখ্যা উল্লেখ করে সাক্ষাৎকারে বলেন, ‘এই সংখ্যাটি বিরক্তিকর, এটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।‘

তবে বিদেশী শিক্ষার্থী কতটা কমানোর কথা কানাডা সরকার বিবেচনা করছে তা তিনি বলেননি।

কানাডা অর্থনীতির অগ্রগতি ও বয়স্ক জনসংখ্যাকে সমর্থন করার জন্য অভিবাসনের ওপর নির্ভর করে থাকে এবং প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বার্ষিক অভিবাসন বাড়াচ্ছেন। তবে আবাসন সংকটের জন্য দেশটিতে অভিবাসী এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৃদ্ধিকে দায়ী করা হয়েছে। কারণ মুদ্রাস্ফীতির কারণে উত্তর আমেরিকার এই দেশটিতে বাড়ি নির্মাণ অনেকটাই ধীর হয়ে গেলেও বাড়ির চাহিদা সমান ভাবে বেড়েই চলেছে।

রয়টার্স জানায়, সরকারী তথ্য অনুযায়ী ২০২২ সালে কানাডায় সক্রিয় ভিসা সহ ৮ লাখেরও বেশি বিদেশী শিক্ষার্থী ছিল, যেখানে ২০২১ সালে এ সংখ্যা ছিল ২ লাখ ৭৫ হাজার।

পড়াশোনার পাশাপাশি ওয়ার্ক পারমিট তুলনামূলকভাবে সহজভাবে পাওয়া যায় বিধায় কানাডা বিদেশী শিক্ষার্থীদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য।

ad

পাঠকের মতামত