47939

কুমিল্লায় জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা

মাইনুল হক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙল প্রতীকের প্রার্থী ঘোষণা করেছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। সোমবার বিকেল ৫টা ৪০ মিনিটে রাজধানীর বনানীতে অবস্থিত জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

তিনি ৩০০ আসনের মধ্যে ২৮৯টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন। বাকি ১১টি আসনে প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে বলে জানান।

ads

কুমিল্লায় ১১টি আসনে যারা জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন তারা হলেন-কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে সাবেক এমপি আমির হোসেন, কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনে লায়ন এটিএম মঞ্জুরুল ইসলাম শামীম, কুমিল্লা-৩ (মুরাদনগর) মো. আলমগীর হোসেন, কুমিল্লা-৪ (দেবিদ্বার) ইউসুফ আজগর, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) মো. জাহাঙ্গীর আলম, কুমিল্লা-৬ (সদর উপজেলা-কুমিল্লা মহানগর) এয়ার আহমেদ সেলিম, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল করিম মোহন, কুমিল্লা-৭ (চান্দিনা) লুৎফর রেজা খোকন, কুমিল্লা-৮ (বরুড়া) এইচ এন এম ইরফান, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) মো. গোলাম মোস্তফা কামাল, কুমিল্লা-১০ (লাঙ্গলকোর্ট, লালমাই, সদর দক্ষিণ) জোনাকী মুন্সি, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) মোস্তফা কামাল।

চলতি মাসের ১৫ তারিখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হবিবুল আউয়াল নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়নের আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি।

ads
ad

পাঠকের মতামত