উসকানি-উত্তেজনা বাড়াতে চাই না: ভারতকে ট্রুডোর নতুন বার্তা
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতিতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, তিনি ভারতকে উসকানি বা উত্তেজনা বাড়াতে চান না। কিন্তু তিনি চান দিল্লি যেন শিখ বিচ্ছিন্নতাবাদী নেতার হত্যাকাণ্ডকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সাংবাদিকদের তিনি এসব কথা বলেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
এর আগে জাস্টিন ট্রুডো অভিযোগ করেছিলেন, কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে ভারত সরকারের গুপ্তচররা জড়িত থাকতে পারে। জুন মাসে নিজ্জারকে হত্যা করা হয়। তার অভিযোগের পর যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা গভীর উদ্বিগ্ন।
সাংবাদিকদের ট্রুডো বলেছেন, আমরা উসকানি বা উত্তেজনা বাড়াতে চাইছি না। আমরা ভারত সরকারের সঙ্গে কাজ করতে চাই। যাতে করে সব কিছু স্পষ্ট এবং উপযুক্ত প্রক্রিয়া নিশ্চিত হয়।
সোমবার হাউজ অব কমন্সে দেওয়া ভাষণে ট্রুডো বলেছিলেন, কানাডার নাগরিক নিজ্জার হত্যাকাণ্ডের ঘটনায় ভারত সরকারের গুপ্তচরদের জড়িত থাকার গ্রহণযোগ্য অভিযোগ তদন্ত করছে কানাডার গোয়েন্দা সংস্থাগুলো।
ট্রুডোর অভিযোগ প্রত্যাখ্যান করেছে ভারত। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই অভিযোগ অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত। একই অভিযোগ আমাদের প্রধানমন্ত্রীর কাছে করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী এবং আমরা তা সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছি।
গত দুই দিনে ভারত ও কানাডার কূটনৈতিক সম্পর্কে উত্তেজনা বেড়েছে। উভয় দেশ পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার করেছে।
দিল্লিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে মোদির সঙ্গে ট্রুডোর পার্শ্ববৈঠকের পর এই উত্তেজনা শুরু হয়। ওই সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, কানাডা বিচ্ছিন্নতাবাদকে উৎসাহিত করছে এবং ভারতীয় কূটনীতিকদের বিরুদ্ধে সহিংসতার উসকানি দিচ্ছে। এতে ভারতীয় কমিউনিটি ও তাদের উপাসনালয় হুমকির মধ্যে পড়ছে।
ট্রুডো সাংবাদিকদের বলেছিলেন, কানাডা সব সময় মতপ্রকাশের স্বাধীনতা, ন্যায়পরায়ণতা ও শান্তিপূর্ণ বিক্ষোভকে সমর্থন করবে। একই সঙ্গে সহিংসতা ও বিদ্বেষ প্রতিরোধ করবে।
উল্লেখ্য, কানাডার নাগরিক ও ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘খালিস্তান টাইগার ফোর্সের’ (কেটিএফ) প্রধান হারদীপ সিং নিজ্জারকে গত (১৮ জুন) গুলি করে হত্যা করা হয়। ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের পাঞ্জাবি অধ্যুষিত শিখদের ধর্মীয় উপাসনালয়ের পার্কিংয়ে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। দীর্ঘদিন হারদীপ সিংকে খুঁজছিল নিরাপত্তা বাহিনী। তার মাথার দাম ১০ লাখ রুপি ঘোষণা করেছিল ভারত সরকার।