46366

বুড়িচংয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৩০ হাজার টাকা জরিমানা

বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের বারাইর গ্রামে (বুধবার দুপুরে) বুড়িচং উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় এক হাজার ফুট পাইপ লাইন অকেজো করা হয় এবং ২৬ টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় ১ইঞ্চি ব্যাসের ২৫টি পাইপ যা দৈর্ঘ্য ২০ ফুট করে মোট ৫০০ ফুট এবং ২৬টি লোকাল রেগুলেটর জব্দ করা হয়েছে।

অবৈধ গ্যাস সংযোগকারীদের মধ্যে ৩ জনকে জন প্রতি ১০ হাজার করে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম। বাকী অবৈধ সংযোগকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়। একাজে সহযোগিতা করেন বাখরাবাদ গ্যাসের কুমিল্লা এর বিভিন্ন বিভাগের ডিজিএম গণ এবং বাখরাবাদ গ্যাস এর উপ-পরিচালক আব্দুর রউফ চৌধুরী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালন করেন কুমিল্লা জেলা পুলিশের একটি চৌকস টিম।

ads
ad

পাঠকের মতামত