46324

মেরিন সার্ভেয়ার এসোসিয়েশন অফ বাংলাদেশের ৩০ বছর পূর্তি উদযাপন

নিউজ ডেস্ক: বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেরিন সার্ভেয়ার এসোসিয়েশন অফ বাংলাদেশের ৩০ বছর পূর্তি উদযাপিত হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে বন্দর নগরী চট্টগ্রামের হোটেল আগ্রাবাদের হল ইছামতীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উদ্বোধনী বক্তৃতা রাখেন ক্যাপ্টেন ফসিউর রহমান।

ads

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌ মন্ত্রণালয়ের অধীন নৌ পরিবহন অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক কমোডর মোহাম্মদ মাকসুদ আলম (ই),বি এস পি,এনউ পি,এন ডি সি,পি এস সি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব মেরিন সার্ভেইং (ইউ কে) এর প্রধান নির্বাহী পরিচালক মাইক সর্জ, মার্কেন্টাইল মেরিন কার্য্যালয়ের সম্মানিত প্রিন্সিপাল ক্যাপ্টেন সাব্বির মাহমুদ।

ads

অনুষ্ঠানে কর্নফুলী নদীতে জাহাজ নেভিগেশনের প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করেন নৌ প্রকৌশলী রাশেদুল ইসলাম।

ত্রিশ বছর পুর্তি উপলক্ষে বিকন নামের একটি আন্তর্জাতিক মেরিন জার্নাল প্রকাশ করে। সেমিনারে ৩৩ জন সিনিয়র মেরিন সার্ভেয়ারদের কে পেশাগত সার্ভিস অফ এক্সিলেন্ট এওয়ার্ডস প্রদান করা হয়।

উল্লেখ্য, মেরিন সার্ভেয়র বাংলাদেশের অর্থনীতিতে জাহাজ ব্যবস্যায় জাহাজের বিভিন্ন ইনভেস্টিগেশনসহ পণ্যবাহী জাহাজের পরিমান গত আইনী আরবিটেটরের ভুমিকা পালন করে আসছে, যা বাংলাদেশের সুপ্রিম কোর্টের এডমিরালটি কোর্টে আইনি সহায়তা দিয়ে থাকে।

ad

পাঠকের মতামত