কুমিল্লায় রক্তকমল ফাউন্ডেশনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন
নিউজ ডেস্ক: কুমিল্লার রক্তকমল ফাউন্ডেশনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষ্যে বৃত্তি পরিক্ষার ফলাফল,পুরষ্কার বিতরণী, বৃক্ষরোপনসহ আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪আগষ্ট) সকালে কুমিল্লা সদরদক্ষিণ উপজেলার সুয়াগঞ্জ টি.এ হাই স্কুল এন্ড কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ জামাল নাছের।
এসময় কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান রক্তকমল ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত ছাত্র ছাত্রীদের মাঝে পুরষ্কার ও ক্রেস্ট প্রদান করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম, স্থানীয় ইউপি চেয়ারম্যান হাসমত উল্লাহ হাসু সহ সংগঠনের নেতৃবৃন্দরা।
রক্তকমল ফাউন্ডেশনের ২০০ এর অধিক নিবন্ধিত স্বেচ্ছাসেবী ও ১১টি সেক্টর নিয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাসহ কুমিল্লা জেলায় সুনামের সাথে কাজ করে যাচ্ছে।