চট্টগ্রাম রিজিওনাল ক্রিকেট কমিটির সমন্বয় সভা
স্পোর্টস ডেস্ক: চট্টগ্রাম রিজিওনাল ক্রিকেট কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রিজিওনাল ক্রিকেট কমিটির আহবায়ক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি ও সাবেক চট্টগ্রাম সিটি মেয়র আজম নাছির উদ্দিন।
সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি আলি আব্বাস, সাধারন সম্পাদক সিরাজুদ্দিন মোঃ আলমগীর, চট্টগ্রাম আবাহনীর ক্রিকেট কমিটির চেয়ারম্যান সিরাজ জামিল, বিসিবির সাবেক পরিচালক এবং ইস্পাহানী গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানী, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাহি সদস্য এবং সাবেক ক্রিকেট সম্পাদক সৈয়দ আবুল বশর, নিয়াজ মোরশেদ এলিট, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও রিজিওনাল ক্রিকেট কমিটির সদস্য নাজমুল আহসান ফারুক রোমেন, খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা ও বিসিবির প্রতিনিধি মাহমুদুল করিম, চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট কোচ মুমিনুল হকসহ বিভিন্ন জেলার প্রতিনিধি এবং জেলা ক্রিকেট কোচবৃন্দ।