45621

কুমিল্লায় শোক দিবস ও গ্রেনেড হামলার প্রতিবাদে স্মরণ সভা ও প্রতিবাদ

নিউজ ডেস্ক: কুমিল্লায় ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও ভয়াল ২১শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে স্মরণ সভা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ আগস্ট) বিকেলে নগরীর একটি রেস্তোরার হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর উর-রহমান মাহমুদ তানিম।

ads

এ সময় মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ads

প্রধান অতিথির বক্তব্যে নূর উর-রহমান মাহমুদ তানিম বলেন, ভয়াল গ্রেনেড হামলার দিন একুশে আগস্ট ২০০৪ সালে সে সময়ের বিরোধীদলীয় নেতা ও আওয়ামী লীগ সভাপতি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে সমাবেশে দেশের ইতিহাসের বর্বরতম গ্রেনেড হামলা চালানো হয়। হামলায় আইভী রহমানসহ অসংখ্যক নেতাকর্মী শহীদ হন। আহত হয়েছিলেন অন্তত ৩০০ জন।

তিনি আরও বলেন, ‘২০০৪ সালের ২১ আগস্ট বাংলাদেশকে নেতৃত্বশূন্য করতে বর্বর গ্রেনেড হামলা করেছিল তৎকালীন সরকারের খুনিচক্র। আজও হামলার বিচার শেষ হয় নাই। দ্রুত বিচারিক কার্যক্রম শেষ করে আসামিদের রায় কার্যকর করার দাবি জানান তিনি।’

ad

পাঠকের মতামত