
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মির্জা ফখরুল
নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে উদ্বুদ্ধ হওয়াই কোরবানির মর্মবাণী। পশু কোরবানির পাশাপাশি মনের সকল পঙ্কিলতা ও অশুভ ভাবনাকে পরিহার করে সহজ, সরল, অনাড়ম্বর জীবনযাপনের মাধ্যমে স্রষ্টার সন্তুষ্টি অর্জনে ব্রতি হওয়াই আমাদের কর্তব্য। কোরবানির মহিমান্বিত শিক্ষাকে বুকে ধারণ করে মানবকল্যাণে নিজেকে উৎসর্গ করার আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব।
মঙ্গলবার (২৭ জুন) বাংলাদেশসহ বিশ্বের সব মুসলিমকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ কথা বলেন। বাণীতে সকলের জীবন আনন্দময়, অবিরাম সুখ, শান্তি সমৃদ্ধি কামনা করেছেন তিনি।