43419

৭৬ তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলন শুরু

আন্তর্জাতিক ডেস্ক: সুইজারল্যান্ডের জেনেভায় ৭৬তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলন শুরু হয়েছে। চলতি বছরের প্রতিপাদ্য বিষয় ‘সবার জন্য স্বাস্থ্য’।

শনিবার (২০ মে) এই সম্মেলনটি শুরু হয় যেটি চলবে ৩০ মে পর্যন্ত। এবারের আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জহিদ মালেক।

ads

বিগত বছরগুলোতে জনস্বাস্থ্যের অগ্রগতি পর্যালোচনা করে গত সাত দশকে জীবনযাত্রার মান কতটা উন্নতি হয়েছে তা দেখার সুযোগ মিলবে এই সম্মেলনে।

এবছর প্রাথমিক স্বাস্থ্যসেবার পাশাপাশি বিশ্বজুড়ে মানুষের স্বাস্থ্যসেবা জরুরি ভিত্তিতে নিশ্চিত করার দিকে বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে।

ads

এছাড়া বিশ্বজুড়ে মানুষের জন্য জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জাতিসংঘের কাছে ২.৫ বিলিয়ন মার্কিন ডলার সহায়তার জন্য আবেদন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ বছর বিশ্বব্যাপী রেকর্ড ৩৩৯ মিলিয়ন মানুষের জরুরি সহায়তার প্রয়োজন হবে ধারনা করছে জাতিসংঘ।

ad

পাঠকের মতামত