43164

কলকাতা আমাদের হারায়নি, আমরা নিজেরা হেরে গেছি: লারা

স্পোর্টস ডেস্ক: কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে চলতি আইপিএলে নিজেদের ষষ্ঠ হার এড়াতে পারতো সানরাইজার্স হায়দরাবাদ। ১৭২ রানের লক্ষ্যে নেমে পাঁচ রানে হেরে গেছে তারা। শেষ ওভারে ৯ রান লাগতো, কিন্তু ১৬৬ রানে থেমে যেতে হয়েছে। এই হারের পর নিজ দলের ব্যাটারদের দুষলেন প্রধান কোচ ব্রায়ান লারা।

লক্ষ্যে নেমে ৫৪ রানে ৪ উইকেট হারায় হায়দরাবাদ। তারপর এইডেন মার্করাম ও হেনরিখ ক্লাসেনের ৭০ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় তারা। ক্লাসেন ৩৬ রানে বিদায় নেন। মার্করাম ইনিংস সেরা ৪১ রান করে আউট হন। তারপরও জয়ের সম্ভাবনা তাদের দিকেই ছিল। শেষ ওভারে দরকার ছিল ৯ রান। বরুণ চক্রবর্ত্তী তৃতীয় বলে আব্দুল সামাদকে ২১ রানে থামান। ভুবনেশ্বর কুমার শেষ বলে প্রয়োজনীয় ছক্কা মারতে পারেননি।

ads

দলের পরাজয় বিশ্লেষণ করতে গিয়ে লারা বলেছেন, ‘পাওয়ার প্লেতে আমরা কয়েকটি উইকেট হারালাম, যেটা সবসময় আপনাকে পিছিয়ে দেয়। আমরা আবারও ক্লাসেনকে দায়িত্ব নিতে পাঠালাম। সে ছয় নম্বরে ব্যাট করতে এসেছিল, তার আগের পাঁচজনও ছিল মানসম্মত খেলোয়াড়। কিন্তু তার কাঁধেই দায়িত্ব পড়ে।’

ব্যাটারদের দুষলেন উইন্ডিজ ব্যাটিং গ্রেট, ‘এই ধরনের খেলা জেতানোর দায়িত্ব সবসময় ব্যাটারদের কাঁধে থাকে, বিশেষ করে এরকম ভালো ব্যাটিং ট্র্যাকে। কিন্তু আমরা পারলাম না।’

ads

প্রতিপক্ষ স্পিনারদের নিয়ে লারা বললেন, ‘তাদের ভালো ভালো স্পিনার আছে। এই টুর্নামেন্টে আমরা সেটা দেখেছি। নারিন, চক্রবর্ত্তী, তারা সবাই বিশ্বমানের স্পিনার। কিন্তু আমরা ভালো একটি পার্টনারশিপ পেয়েছিলাম। বেশ কিছু ওভারে বড় রান নিয়ে ম্যাচে ফিরেছিলাম। তারপর গুরুত্বপূর্ণ সময়ে কয়েকটি উইকেট হারিয়ে ফেললাম। আমি বলবো, এই ম্যাচটা আমাদের জেতার কথা ছিল এবং আরও বলতে হচ্ছে, তারা আমাদের হারায়নি, আমরা হেরে গেছি। খেলা আমাদের হাতে ছিল, কিন্তু হেরে গেলাম।’

৯ ম্যাচে মাত্র তিনটি জয় হায়দরাবাদের। ২০১৬ সালের চ্যাম্পিয়নদের প্লে অফে খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ।

ad

পাঠকের মতামত