43099

না-ফেরার দেশে কানাডিয়ান গায়ক গর্ডন লাইটফুট

বিনোদন ডেস্ক: কানাডার লোকসংগীতের আইকন খ্যাত সংগীতশিল্পী গর্ডন লাইটফুট মারা গেছেন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় দেশটির টরন্টোতে একটি হাসপাতালে তার মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। লাইটফুটের বয়স হয়েছিল ৮৪ বছর। খবর ফক্স নিউজের।

গর্ডনের মৃত্যুতে শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

ads

টুইট করে তিনি বলেন, ‘আমাদের অন্যতম সেরা গায়ক ও গীতিকারকে হারালাম। গর্ডন লাইটফুট তার সংগীতে আমাদের দেশের চেতনা ধারণ করেছিলেন এবং এটি করার মাধ্যমে তিনি কানাডার সাউন্ডস্কেপকে আকার দিতে সহায়তা করেছিলেন। তার সংগীত ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’

গর্ডন লাইটফুট ২০০টিরও বেশি গান লিখেছেন। তার অনেক গানই কাভার করেছেন বব ডিলান, এলভিস প্রিসলি ও বারবারা স্ট্রেইসান্ডের মতো বিশ্বের বিখ্যাত শিল্পীরা। তার কয়েকটি বিখ্যাত গানের মধ্যে রয়েছে ‘দ্য রেক অব দ্য এডমন্ড ফিটজেরাল্ড’ ও ‘ইফ ইউ কোল্ড রিড মাই মাইন্ড’।

ads

লাইটফুট তার ক্যারিয়ারে পাঁচটি গ্র্যামি অ্যাওয়ার্ড অর্জন করেন। এ ছাড়া বছরের শ্রেষ্ঠ আন্তর্জাতিক অ্যালবামের জন্য ১৭ বার জুনো পুরস্কার অর্জন করেন তিনি।

ad

পাঠকের মতামত