43054

সুদানে দূত পাঠাচ্ছেন জাতিসংঘের মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক: সুদানে সহিংসতা তৃতীয় সপ্তাহে পৌঁছেছে। নজিরবিহীন পরিস্থিতি সৃষ্টি হওয়ায় ওই অঞ্চলে দূত পাঠাচ্ছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। গতকাল রোববার গুতেরেসের মুখপাত্র এ কথা বলেছেন।

সুদানে যুদ্ধবিরতির মেয়াদ আরও ৭২ ঘণ্টা বাড়ানো হয়েছে। তবে এর মধ্যেও খার্তুমে সেনাবাহিনী ও ভারী অস্ত্রে সজ্জিত আধা সামরিক বাহিনীর সংঘর্ষ চলছে। এ পরিস্থিতিতে জাতিসংঘের বিশেষ দূত পাঠানোর ঘোষণা এল।

ads

জাতিসংঘের জরুরি ত্রাণ সমন্বয়ক মার্টিন গ্রিফিথসকে সুদানে দূত হিসেবে পাঠানো হয়েছে। গতকাল রোববার পৃথক এক বিবৃতিতে তিনি বলেছেন, দেশটির মানবিক পরিস্থিতি চরমে পৌঁছেছে।

মার্টিন গ্রিফিথস বলেন, ‘আমি সুদানের পথে রয়েছি। রাতারাতি সুদানের কয়েক লাখ মানুষের জীবন বদলে গেছে। তাঁদের ত্রাণ দেওয়ার চেষ্টা চলছে।’

ads

মানবিক ত্রাণ কার্যালয় ও গুদামে লুটপাটের কারণে ত্রাণসামগ্রীর স্বল্পতা দেখা দিয়েছে বলে জানান মার্টিন গ্রিফিথস। তিনি বলেন, তাঁরা অতিরিক্ত সরবরাহ আনা ও বিতরণের উপায় খুঁজছেন। যুদ্ধ বন্ধের পথ খোঁজা হচ্ছে বলেও জানান তিনি।

গত ৫ এপ্রিল থেকে সুদানে সংঘর্ষ শুরু হয়েছে। দেশটিতে এ পর্যন্ত পাঁচ শতাধিক মানুষ নিহত হয়েছে। কয়েক হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে সুদান ছেড়েছেন।

দূত হিসেবে গ্রিফিথকে নিয়োগের কথা জানিয়ে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক এক বিবৃতিতে বলেছেন, সুদানে দ্রুত অবনতিশীল মানবিক সংকটের কারণে ওই দূতকে অবিলম্বে ওই অঞ্চলে পাঠানো হচ্ছে।

গ্রিফিথ বলেন, সুদানের পরিস্থিতি নিয়ে তাঁরা খুবই উদ্বিগ্ন। সেখানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পানি, খাবার, জ্বালানি ও অন্যান্য সুবিধা পেতে লড়াই করছে। পরিবহন–সংকটের কারণে তাঁরা এলাকা ছাড়তে পারছেন না। ওই অঞ্চলে জরুরি স্বাস্থ্যসেবা প্রয়োজন বলেও তিনি জানান।

গ্রিফিথ আরও বলেন, স্যালাইন ও জরুরি সরবরাহ নিয়ে পাঁচটি কনটেইনার পোর্ট সুদানে কর্তৃপক্ষের ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে।

ad

পাঠকের মতামত