36861

ইতালিতে বাংলাদেশিদের উদ্যোগে ইংলিশ মিডিয়াম স্কুল উদ্বোধন

নিউজ ডেস্কঃ ইতালিতে এই প্রথম বাংলাদেশিদের উদ্যোগে আন্তর্জাতিক মানের ইংলিশ মিডিয়াম স্কুলের যাত্রা শুরু হলো।

ইতালির রাজধানীর রোমে ‘দি ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল স্কুল অ‌্যান্ড কলেজে’র যাত্রা শুরু হয়েছে। রোমের একটি পাঁচ তারকা হোটেলের বলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান। অনুষ্ঠানে ভারত, মালয়েশিয়া, শ্রীলঙ্কা দূতাবাসের কর্মকর্তা ছাড়াও বাংলাদেশি কমিউনিটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

ads

স্কুলের চেয়ারম্যান হাজী মো. জসিম উদ্দিন এতে সভাপতিত্ব করেন। অধ্যক্ষ সঞ্জয় কুমার সাহা ও সুমাইয়া খানের যৌথ সঞ্চালনায় ভারতের দূতাবাসের প্রথম সচিব দীপঙ্কর, মালয়েশিয়া দূতাবাসের প্রথম সচিব জেসন লো হিয়ান, শ্রীলঙ্কা দূতাবাসের হেড অফ মিশন শিশিরা সেনাভিরাতনে, বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী এবং স্কুলের ব্যবস্থাপনা পরিচালক রনি আহমেদ, কে এম লোকমান হোসেন, আব্দুর রউফ ফকির, অনির্বাণ সাহা, ফারিয়া রহমান নোহা, মাহিমা মীর, মালিহা জেরিন, সাবা তুন জান্নাত উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সিনিয়র শিক্ষক সুস্মিতা সুলতানের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল।

ads
ad

পাঠকের মতামত