36865

১২ দ্বীপরাষ্ট্র নিয়ে যুক্তরাষ্ট্রের সম্মেলন

আন্তর্জাতিক ডেস্কঃ প্রশান্ত মহাসাগরীয় ১২টি দ্বীপের নেতাদের প্রথমবারের মত ২৮ থেকে ২৯ সেপ্টেম্বর একটি শীর্ষ সম্মেলনের জন্য আমন্ত্রন জানিয়েছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (২ আগস্ট) হোয়াইট হাউস গণমাধ্যমকে এই তথ্য জানায়।

ads

এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, হোয়াইট হাউসে অনুষ্ঠিত হওয়া, প্রথম ইউএস-প্যাসিফিক আইল্যান্ড কান্ট্রি সামিট ‘একটি মুক্ত এবং উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক’ হতে সাহায্য করবে বলে ধারণা করা হচ্ছে।

বিশেষ করে এ অঞ্চলে চীনের প্রভাব দূর করতে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রচেষ্টার অংশ এটি।

ads

এ প্রসঙ্গে হোয়াইট হাউস আরও জানায়, এ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জলবায়ু পরিবর্তন, মহামারি প্রতিক্রিয়া, অর্থনৈতিক পুনরুদ্ধার, সামুদ্রিক নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা এবং মুক্ত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়ে সহযোগিতা জোরদার করার বিষয়টির প্রতিফলন ঘটবে।

সেখানকার প্রশাসনের এক কর্মকর্তা জানান, ১২টি দ্বীপরাষ্ট্রকে সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রয়েছে- সলোমন আইল্যান্ড, মাইক্রোনেশিয়া, কিরিবাটি, পাপুয়া নিউগিনি, ভানুয়াতু, সামোয়া, টোঙ্গা, ফিজি, মার্শাল আইল্যান্ড, নাউরু, পালাউ ও টুভালু।

সূত্রঃ আল আরাবিয়া নিউজ

ad

পাঠকের মতামত