33234

সৌদি রাজকুমারী লোল-ওয়াহ মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি রাজকুমারী লোল-ওয়াহ বিনতে ফাহাদ বিন আবদুল আজিজ আল সৌদ মারা গেছেন। সোমবার এক বিবৃতিতে সৌদি রাজকীয় আদালত রাজকুমারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। মঙ্গলবার আসরের নামাজের পর রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। খবর গালফ-ইনসাইডারের।

রাজকুমারী লোল-ওয়াহ ছিলেন সৌদি বাদশাহ্ ফয়সাল এবং ইফফাত আল থুনয়ানের নয় সন্তানের একজন। তার মা ইফফাত তুর্কি পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি তায়েফের একটি প্রাসাদে বসবাস করতেন। বাদশাহ্ ফয়সালের অন্য সন্তানদের মতো তিনিও বিদেশে পড়াশোনা করেন। লোল-ওয়াহ তার এক চাচাতো ভাই সৌদ বিন আবদুল মুহসিনকে বিয়ে করেছিলেন। কিন্তু ১০ বছর পর তাদের বিবাহবিচ্ছেদ হয়।

ads

রাজকুমারী লোল-ওয়াহ বিনতে ফাহাদ বিন আবদুল আজিজ আল সৌদ সৌদি আরবের নারীদের কল্যাণে, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছেন। তিনি ১৯৭০ সাল থেকে রিয়াদে আল নাহদাহ ফিলানথ্রোপিক সোসাইটি ফর উইমেনের সদস্য ছিলেন। ১৯৯০ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত তিনি সৌদি আরবের প্রথম বেসরকারি মহিলা উচ্চ বিদ্যালয় জেদ্দার দার আল হানান স্কুলের তত্ত্বাবধানে তার মা ইফফাতকে সহায়তা করেছিলেন।

ads
ad

পাঠকের মতামত