15845

যুক্তরাজ্য থেকে আসলেই কোয়ারেন্টাইন বাধ্যতামূলক: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: যুক্তরাজ্য থেকে কেউ দেশে আসলে বা ফিরলে নিজ খরচে তাকে বাধ্যতামূলক ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাজ্যে শনাক্ত হওয়া নতুন ধরনের করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বর) মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সিদ্ধান্ত দেন। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

ads

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আজ মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা-লন্ডনের ফ্লাইট চালু থাকবে। তবে যারাই লন্ডন থেকে আসবেন তাদের ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। আসকোনা হজ ক্যাম্প ও উত্তরা দিয়াবাড়িতে সরকার এ কোয়ারেন্টিনের ব্যবস্থা করবে। তবে যাত্রীকে সব খরচ বহন করতে হবে। তবে যাত্রীদের চাহিদা অনুযায়ী ভালো মানের হোটেলের ব্যবস্থাও করা হবে। সিভিল অ্যাভিয়েশন কতৃপক্ষ এটা নিশ্চিত করবে।’

তিনি আরও বলেন, ‘কবে থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ রাতে মিটিং ডেকেছি। সেখানে টেকনিক্যাল লোকজন থাকবে। লন্ডন ফ্লাইটে আসা যাত্রীদের যদি আগেরদিনও নেগেটিভ রিপোর্ট আসে তারপরও তাকে বাধ্যতামূলক ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।’

ads

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘কেউ (লন্ডন থেকে) সিলেটে এলে তাকে সিলেটে, কেউ চট্টগ্রামে এলে চট্টগ্রামে কোয়ারেন্টাইনে রাখা হবে।’

প্রসঙ্গত, সম্প্রতি যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন প্রজাতি শনাক্ত করা হয়েছে। ব্রিটিশ সরকার নতুন প্রজাতির করোনাভাইরাস ছড়িয়ে পড়ার স্বীকারোক্তি দেওয়ার পর বেশ কয়েকটি দেশ যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভাইরাসের এই নতুন প্রজাতিটি আগের চেয়ে ৭০ শতাংশ দ্রুততর গতিতে সংক্রমণ ছড়াচ্ছে।

ad

পাঠকের মতামত