15841

প্রধানমন্ত্রীকে এসএমএস পাঠিয়ে কম্পিউটার পেল কুমিল্লার শাকিল

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোবাইল ফোনে একটি ক্ষুদেবার্তা (এসএমএস) পাঠিয়ে কম্পিউটারের জন্য সহায়তা চেয়ে ইতিবাচক সাড়া মিলবে এমন প্রত্যাশা থাকলেও মনে নানা শঙ্কাও ছিল শাকিলের। কিন্তু দরিদ্র পরিবারের সন্তান কুমিল্লার শাহাদাত হোসেন শাকিলের সব আশাই পূরণ করলেন প্রধানমন্ত্রী। তাকে উপহার হিসেবে দেয়া হয়েছে একটি কম্পিউটার।

সোমবার (২৮ ডিসেম্বর) কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর ওই তরুণকে কার্যালয়ে ডেকে নিয়ে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৪৫ হাজার টাকা মূল্যের একটি কম্পিউটার সেট তার হাতে তুলে দেন।

ads

শাকিল কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাথুরীয়াপাড়া এলাকার আবদুল হালিমের ছেলে। সে দুই বছর আগে জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তবে দরিদ্রতার কারণে পরে আর লেখাপড়া হয়নি। শাহাদাত হোসেন শাকিল বলে, ‘প্রধানমন্ত্রীর মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে কম্পিউটার কেনার জন্য ২৫ হাজার টাকা সহায়তা চেয়েছিলাম। কারণ কম্পিউটার কেনার সামর্থ্য আমার ছিল না। অন্যের কম্পিউটারে অনলাইনে কাজ করতে গিয়ে ওয়েবসাইটে প্রধানমন্ত্রীর মোবাইল নম্বরটি চোখে পড়ে। ওই ওয়েবসাইট থেকে নম্বরটি সংগ্রহ করে প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়ে আমি গত ৭ ডিসেম্বর ওই নম্বরে এসএমএস পাঠাই।’

এসএমএস পাঠানোর একদিন পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাকে ফোন করা হয়। এর একদিন পরই কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় থেকে খোঁজখবর নেয়া হয়। সোমবার তাকে জেলা প্রশাসক কার্যালয়ে ঢেকে নিয়ে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে একটি কম্পিউটার প্রদান করা হয়।

ads

প্রধানমন্ত্রীর উপহার কম্পিউটার পেয়ে শাকিল অত্যন্ত খুশি বলে জানায়। সে বলে, ‘কখনো ভাবিনি একটি এসএমএস পেয়েই আমি কম্পিউটার পেয়ে যাব।’

কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বলেন, ‘সহায়তা চেয়ে শাকিলের পাঠানো এসএমএসটি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে। তিনি (প্রধানমন্ত্রী) শাকিলকে সহযোগিতা করার জন্য বলেছেন। তাই তাকে জিজ্ঞাসা করেছি, কী সহযোগিতা পেলে তার জীবন সহজ হয়? সে জানায়, গ্রাফিক্স ডিজাইনসহ কম্পিউটারের অনেকগুলো বিষয় তার জানা আছে। যদি একটি কম্পিউটার কিনে দেয়া হয় তাহলে সে পরিবারসহ ভালো থাকবে। এতে তার সুন্দর জীবনের প্রত্যাশায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৪৫ হাজার টাকার মূল্যের একটি কম্পিউটার দেয়া হয়।’

ad

পাঠকের মতামত