12033

সদর দ‌ক্ষিণে ভোক্তা অ‌ধিদপ্তরের‌ অ‌ভিযানে পাঁচ প্র‌তিষ্ঠানকে জ‌রিমানা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের মহাপ‌রিচালক (অ‌তি‌রিক্ত স‌চিব) স্যা‌রের সদয় নি‌র্দেশনা মোতা‌বেক কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে কুমিল্লার সদর দ‌ক্ষিণ উপ‌জেলার বিজয়পুর বাজার এলাকায় তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হ‌য়ে‌ছে।

এ সময় মেয়াদ উত্তীর্ণ পণ্য বি‌ক্রি, মূল্য তা‌লিকা প্রদর্শন না করা ও মোড়‌কের গা‌য়ে প্র‌য়োজনীয় মেয়াদ ও মূল্য না লেখার ম‌তো ভোক্তা অ‌ধিকার বি‌রোধী কর্মকা‌ণ্ডের সা‌থে জ‌ড়িত থাকার অ‌ভি‌যো‌গে ৫টি প্র‌তিষ্ঠান‌কে অ‌ধিদপ্ত‌রের প্রশাস‌নিক এখ‌তিয়া‌রে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বি‌ভিন্ন ধারায় ৩৪,০০০/- টাকা জ‌রিমানা করা হয়।

ads

অ‌ভিযানের সময় দোকানী‌দের ন্যায্যমূ‌ল্যে পণ্য বি‌ক্রি করতে, দৃশ্যমান স্থানে মূল্য তা‌লিকা প্রদর্শন কর‌তে ও সামা‌জিক-শারী‌রিক দূরত্ব বজায় রে‌খে কেনা-‌বেচা কর‌তে নি‌র্দেশনা দেওয়া হয়।

জেলা পু‌লি‌শের এক‌টি টিম ও ব্যবসায়ী নেতৃবৃন্দ এ কা‌জে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব্যাহত থাক‌বে।

ads
ad

পাঠকের মতামত