6228

কুমিল্লায় ১০ বিজিবি’র অভিযানে ৮ লক্ষ ৩২ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য ও মালামালসহ আটক ১

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ লক্ষীপুর পোষ্টের টহলদল কর্তৃক অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলাধীন সীমান্ত পিলার ২০৮৭/১০-এস হতে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে “লক্ষীপুর” নামক স্থান হতে বুধবার (২৬ ফেব্রুয়ারি) ০৫ টি ইয়াবা ট্যাবলেট (১,৫০০/-) এবং ০১টি ব্যাটারি চালিত অটোবাইকসহ (২,০০,০০০/-) ০১ জন মাদক চোরাকারবারী মোঃ জাকির হোসেন (২২), পিতা-মোঃ সাদেক আলী, গ্রাম-একবালিয়া, পোষ্ট-বালুয়ারচর, জেলা-কুমিল্লা’কে আটক করে ভ্রাম্যামান আদালতের মাধ্যমে ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ৫৬ বোতল মদ (৮৪,০০০/-), ৬০ বোতল ফেন্সিডিল (২৪,০০০/-), ৬৫০ টি ইয়াবা ট্যাবলেট (১,৯৫,০০০/-), ০১ টি মোটর সাইকেল (১,২০,০০০/-) এবং ১০৪১০ টি অবৈধ ট্যাবলেট (২,০৮,২০০/-) টাকা মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৮,৩২,৭০০/- (আট লক্ষ বত্রিশ হাজার সাতশত) টাকা। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাস্টমস অফিসে জমা করা হয়েছে।

ads
ad

পাঠকের মতামত