5889

কুমিল্লা শিল্পকলা একাডেমীতে ‘কাঠবিড়ালী’ আজ থেকে

মাইনুল হক: আজ বৃৃৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে শিল্পমানসমৃদ্ধ চলচ্চিত্র ‘কাঠবিড়ালী’ প্রদর্শিত হতে যাচ্ছে৷ চলচ্চিত্র মঞ্চ, কুমিল্লা’র উদ্যোগে চলচ্চিত্রটি প্রদর্শিত হবে দুপুর ২টায়, বিকেল সাড়ে ৪টায় ও সন্ধ্যা ৭টায়। ১৩ ও ১৪ ফেব্রুয়ারি একই সময় প্রদর্শিত হবে চলচ্চিত্রটি৷

ads

গ্রামীণ প্রেক্ষাপটের অসাধারণ কাহিনীকে ঘিরে ‘কাঠবিড়ালী’ চলচ্চিত্রটি নির্মাণ করা হয়। নির্মাতা-কাহিনীরকার নিয়ামুল হাসান মুক্তা।

ads

‘কাঠবিড়ালী’ চলচ্চিত্রটির সুদক্ষ নির্মাণ আর দৃশ্যায়ন। চলচ্চিত্রটির দৃশ্যায়ন আন্তর্জাতিকমানের। পাঁচ ধাপে টানা দুই বছর পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার গজারমারা গ্রামে চিত্রায়ন করা হয় ‘কাঠবিড়ালী’ চলচ্চিত্রটি। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনয়শিল্পী অর্চিতা স্পর্শিয়া ও আসাদুজ্জামান আবীর। ‘চিলেকোঠা ফিল্মস’–এর ব্যানারে নির্মিত এই সিনেমাটিতে আরও অভিনয় করছেন সাঈদ জামান, শাহরিয়ার ফেরদৌস, শিল্পী সরকার, হিন্দোল রায়, এ কে আজাদ, তানজিনা রহমানসহ অনেকে।

টিকেটের জন্য যোগাযোগ করুন: ০১৭১৫ ২৯ ৩৫ ২৮/০১৬৭৭ ৬৯ ৫৬ ৯৯ ও ০১৭৫৫-৯৫৩৩০০

ad

পাঠকের মতামত