5687

ভারতে কুমিল্লা জেলা প্রশাসকের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-ভারত দুই দেশের যৌথ জেলা প্রশাসক সম্মেলনে যোগ দিতে ৪জেলার ডিসিসহ ৩০ সদস্যের উচ্চ পর্যায়ের বাংলাদেশ প্রতিনিধি দল ভারতে গেছে। কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) মো. আবুল ফজল মীর পিএএ এর নেতৃত্বে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টায় আখাউড়া স্থলবন্দর সীমান্তপথে দলটি ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় পৌঁছায়।

ads

আখাউড়া সীমান্ত দিয়ে প্রবেশের পর ভারতের পশ্চিম ত্রিপুরার জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর গন ভারতের টিম লিডার হিসেবে উপস্থিত থেকে ফুল দিয়ে বাংলাদেশের প্রতিনিধি দের বরণ করে নেন। তিন দিনের সফরে ক্লাস্টার-৫ এ বাংলাদেশের ৪টি জেলার সাথে ভারতের ৩টি জেলার সীমান্ত বৈঠক অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের জেলাগুলো হলো কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজার। কুমিল্লার জেলাপ্রশাসক মোঃ আবুল ফজল মীর সফরে টিম লিডার হিসেবে নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশের হয়ে ৪টি জেলার জেলাপ্রশাসক, পুলিশ সুপার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ক্যাস্টমস এর কমিশনার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালকগণ ভারতে প্রবেশ করেন।

ads

বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) মো. আবুল ফজল মীর জানিয়েছেন, ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা রাজ্য অতিথিশালায় ৪ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি পর্যন্ত তিন দিনব্যাপী দু’দেশের ডিসিদের যৌথ সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া এবং সিলেট বিভাগের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা প্রশাসক ছাড়াও পুলিশ প্রশাসন, বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও ভূমি জরিপ অধিদফতরের কর্মকর্তাসহ ৩০ সদস্যের প্রতিনিধি দলে অংশ নিচ্ছে।

ad

পাঠকের মতামত